বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ রোমান সম্রাট হাড্রিয়ান। যাকে একজন বিতর্কিত সম্রাটই বলা যায়। একদিকে দয়ালু, অন্যদিকে জেরুজালেম থেকে ইহুদিদের উচ্ছেদকারী; সমকামী, শিল্পরসিক, প্রথম জীবনে সৎ, শেষ জীবনে উন্মাদ-এমন সব পরস্পরবিরোধী ঘটনায় আর্কীণ ছিল ওই রোমান সম্রাটের জীবন।
সম্রাট হাড্রিয়ানের রাজকীয় উপাধি ছিল: ইম্পেরেটর সিজার ট্রাইয়ানুস হাড্রিয়ানুস অগাস্টাস; অবশ্য হাড্রিয়ানুস অগাস্টাস নামেই পরিচিত ছিলেন। জন্ম: ২৪ জানুয়ারি, ৭৬ খ্রিস্টাব্দ; মৃত্যু: ১০ জুলাই, ১৩৮ খ্রিস্টাব্দ। জন্মস্থান: ইটালির রোম। বাবা: পি.আয়েলিয়াস আফের;মা: ডোমেশিয়া পাউলিনা। স্ত্রী: ভিভিয়া সাবিনা।
সেই ১১৭ খ্রিস্টাব্দের রোমান সাম্রাজ্যের মানচিত্র। যখন সম্রাট হয়ে হাড্রিয়ান রোমান সাম্রাজ্যের দায়িত্ম নিলেন।
ইউরোপীয় ঐতিহাসিকদের মতে, পাঁচজন নিষ্টাবান রোমান সম্রাটদের একজন ছিলেন সম্রাট হাড্রিয়ান। অন্যরা হলেন নেরভা, ট্রাজান, আন্তোনিয়াস পিউস, মারকাস আউরেলিয়াস। জনৈক ঐতিহাসিক সম্রাট হাড্রিয়ান সম্বন্ধে বলেছেন-His reign had a faltering beginning, a glorious middle, and a tragic conclusion.
তবে, ইউরোপীয় ঐতিহাসিকদের চোখে সম্রাট হাড্রিয়ান নিষ্ঠাবান সম্র্রাট হলেও তুচ্ছ কারণে তিনি জেরুজালেম থেকে ইহুদিদের উৎখাত করেছিলেন।
এভাবে এক দীর্ঘকালীন জটিলতার সৃষ্টি করেছিলেন- যে জটিলতার সুদুরপ্রসারী প্রতিক্রিয়া সম্বন্ধে সম্রাট হাড্রিয়ান সম্ভবত কল্পনাও করতে পারতেন না ।
জেরুজালেম থেকে উৎখাত হয়ে ইহুদিরা প্রায় ২ হাজার বছর ধরে ভাসমান হয়ে রইল-তাতে যে অশুভ প্রতিক্রিয়া হল। তারই জের টানছে একুশ শতকের ফিলিস্তিনি জনগন। এর জন্য দায়ী সম্রাট হাড্রিয়ান!
তা সম্রাটের কী অভিযোগ ছিল ইহুদি জাতির বিরুদ্ধে?
ইহুদিদের অনেক আচারপ্রথাই নাকি বর্বর। অথচ ... অথচ সম্রাট হাড্রিয়ান নিজে ছিলেন সমকামী।
গ্রিক যুবক অ্যান্টিওনাসকে ভালোবাসতেন। (এ বিষয়ে আমরা এ পোস্টের শেষে আলোচনা করব। ) সম্রাট হাড্রিয়ানের শাসনকাল আর গ্রিক যুবক অ্যান্টিওনাসের সঙ্গে সমকামী সম্পর্ক অভিন্ন হয়ে রয়েছে। (ইতিহাস পড়ার সময় এসব প্রশ্ন গভীরভাবে ভাবায় ...)
সে যাই হোক। সম্রাট হাড্রিয়ান বিয়ে করেছিলেন সাবিনা নামে এক রোমান নারীকে।
সম্পর্কে সাবিনা ছিল সম্রাটের চাচতো বোন।
সম্রাট হাড্রিয়ানের স্ত্রী: ভিভিয়া সাবিনা। একটু আগে লিখেছি সম্রাট হাড্রিয়ানের শাসনকাল আর গ্রিক যুবক অ্যান্টিওনাসের সঙ্গে সমকামী সম্পর্ক অভিন্ন হয়ে রয়েছে। যদি তাইই হয় ... তাহলে আমরা এই একুশ শতকে বাস করে সাবিনার বিপর্যস্ত মানসিক অবস্থা অনুমান করতে পারি হয়তো ...
সম্রাট হাড্রিয়ানের পূর্বসূরী ছিলেন রোমান সম্রাট ট্রাজান। সম্রাট ট্রাজান হাড্রিয়ানের বাবার কী রকম আত্মীয় ছিলেন।
তিনি, অর্থাৎ সম্রাট ট্রাজান নাকি উত্তরসূরী হিসেবে হাড্রিয়ানকে নির্বাচিত করে যাননি।
সম্রাট ট্রাজান (৯৮/১১৭ খ্রিস্টাব্দ); সম্রাট হাড্রিয়ানের পূর্বসূরী।
সম্রাট ট্রাজান-এর স্ত্রীর নাম ছিল পোমইেয়া প্লটিনা। কী কারণে হাড্রিয়ানকে স্নেহ করতেন ওই রাজকীয় রোমান নারী । গভীর স্নেহের কারণে প্লটিনা চাইতেন যে হাড্রিয়ান সম্রাট হোক।
অথচ সম্রাট ট্রাজান নাকি উত্তরসূরী হিসেবে হাড্রিয়ানকে নির্বাচিত করে যাননি। তার মানে স্বামীকে প্লটিনা এ ব্যাপারে রাজি করাতে পারেন নি। সম্রাট ট্রাজান কি কোনও কারণে হাড্রিয়ান কে অপছন্দ করতেন?
সম্রাট ট্রাজানের স্ত্রী প্লটিনা । সম্রাট ট্রাজানের মৃত্যুর পর ইনি একটি মিথ্যে ছড়িয়েছিলেন। বলেছিলেন- মৃত্যুর আগে সম্রাট ট্রাজান উত্তরসূরী হিসেবে হাড্রিয়ানের নাম বলে গিয়েছিলেন।
এই মিথ্যে বলার ফলেই হাড্রিয়ান রোমান সম্রাট হতে পেরেছিলেন। অনেক ঐতিহাসিক অবশ্য ঘটনাটি সত্য বলে মনে করেন না। আমরা এ ক্ষেত্রে মার্কিন শিল্পপতি হেনরি ফোর্ড-এর একটি উক্তি স্মরণ করতে পারি : History Is Bunk (Bunk=অসাড় ধারণা)
সেই যাই হোক। হাড্রিয়ান সম্রাট হলেন। লব্দ সাম্রাজ্য আর না বাড়িয়ে সাম্রাজ্য রক্ষার নীতি গ্রহন করলেন।
জেরুজালেমের ইহুদিদের বারোটা বাজালেন। ওদের একেবারে নিশ্চিহ্ন করে দিতে উদ্যত হলেন। ১৩০ খ্রিস্টাব্দ। সম্রাট হাড্রিয়ান পৌঁছলেন জেরুজালেম। ৬৬ খ্রিস্টাব্দ থেকে ৭৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম ইহুদি- রোমান যুদ্ধ সংঘটিত হয়েছিল ।
কাজেই জেরুজালেম প্রায় ধ্বংসস্তূপে পরিনত হয়েছিল । সম্রাট হাড্রিয়ান ইহুদিদের প্রতিশ্রুতি দিলেন যে তিনি জেরুজালেম নগরীটি পুনঃনির্মান করে দেবেন। অথচ সম্রাট তা না করে জেরুজালেমের নাম (নিজের আর রোমান দেবতা জুপিটারের নামে) রাখলেন Aelia Capitolina; অথচ ইউরোপীয় ঐতিহাসিকদের মতে, সম্রাট হাড্রিয়ান নাকি ছিলেন পাঁচজন নিষ্টাবান রোমান সম্রাটের একজন!
বিতর্কিত সম্রাট হাড্রিয়ান! নাক ভাঙা গ্রিক পোশাক পরা সম্রাট হাড্রিয়ানের এই মূর্তিটি পাওয়া গেছে ২০০৮ সালে।
জেরুজালেমে যে ইহুদি উপাসনালয়টি ছিল সেটি ৭০ খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছিল। তারই ওপর রোমান দেবতা জুপিটারের একটি মূর্তি নির্মাণের ঘোষনা দিলেন সম্রাট হাড্রিয়ান।
পৌত্তলিক সম্রাটের এহেন বিতর্কিত সিদ্ধান্তে ইহুদিরা তো ক্ষেপে উঠবেই।
রোমান ইহুদি যুদ্ধ।
সেই সময়কার ইহুদি পয়গম্বর ছিলেন সিমোন বার কোকহবার । তাঁরই নেতৃত্বে ইহুদিরা যুদ্ধের প্রস্তুতি নিল। দু পক্ষর যুদ্ধ বাঁধল।
যুদ্ধে রোমানরাও প্রভূত ক্ষতি হলেও প্রায় ৫ লক্ষ ৮০ হাজার ইহুদি নিহত হয়েছিল। ইহুদিদের প্রতিরোধের এক কারণ ছিল-
জেরুজালেমের ইহুদি উপাসনালয়ে রোমান দেবতা জুপিটারের একটি মূর্তি নির্মাণ। রোমান সম্রাট হাড্রিয়ানের জেরুজালেম ধ্বংসের আরও একটা কারণ ছিল- Hadrian abolished circumcision, which was considered by Romans and Greeks as a form of bodily mutilation and hence "barbaric".আশ্চর্য! তখন সম্রাটের সমকামীতার কথা বলছিলাম। সমকামকে সেকালে কী চোখে দেখত লোকে তা বলতে পারি না। তবে, সামান্য "ত্বকচ্ছেদ" করলে একটা জাতি বর্বর হয় কী করে-এই কথাটা প্রায়শ ভাবি।
কী দরকার ছিল জেরুজালেমের নাম Aelia Capitolina রাখা?কী দরকার ছিল ইহুদিদের উপাসনালয়ে জুপিটারের একটি মূর্তি নির্মানের? কি দরকার ছিল "ত্বকচ্ছেদ" প্রথার উচ্ছেদ? সম্রাট হাড্রিয়ানের সংকীর্ণতার কারণে ইহুদিরা জেরুজালেম থেকে উচ্ছেদ হল; যার মূল্য আজও এত বছর পরও ফিলিস্তিনি জাতিকে রক্ত ঝরিয়ে দিতে হচ্ছে!
তবে, এত কিছুর পরেও শিল্প-সংস্কৃতির নাকি ভারি সমঝদার ছিলেন সম্রাট হাড্রিয়ান। কবিতা লিখতেন। তারই নমুনা-
Little soul, roamer and charmer
Body's guest and companion
Who soon will depart to places
Darkish, chilly and misty
An end to all your jokes...
সম্রাট হাড্রিয়ানের দেওয়াল
সম্রাট হাড্রিয়ানের মতন আর কোনও রোমান সম্রাট এত ভ্রমন করেননি। সৈন্যবাহিনীর প্রতি ছিলেন সদয় এবং সামরিক সংস্কারে সাহায্য করেছিলেন। তাঁর সময়ে অনেক গ্যারিসন এবং দূর্গ নির্মিত হয়েছিল।
ব্রিটেন ছিল রোমানদের দখলে। সম্রাট হাড্রিয়ানের শাসনামলে রোমানব্রিটেনে প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মান করা হয়েছিল। যা Hadrian's Wall নামে পরিচিতি। ১২২ খ্রিস্টাব্দে দেওয়ালের নির্মাণ কাজ শুরু হয়। উদ্দেশ্য ছিল উত্তরের বর্বররা যাতে রোমান-ব্রিটেন দখল করতে না পারে।
অ্যান্টিওনাস (১১১/১৩০ খ্রিস্টাব্দ)। সম্রাট হাড্রিয়ানের প্রেমিক! এশিয়া মাইনরের (বর্তমান তুরস্ক) উত্তর-পশ্চিমে ছিল বিথিনিয়া। অ্যান্টিওনাস ছিলেন সেখানকার অধিবাসী। উইকিপিডিয়ায় বলা হয়েছে Antinous was a Bithynian youth and a favourite of the Roman emperor Hadrian. আসলে অ্যান্টিওনাস ছিল সম্রাট হাড্রিয়ানের প্রেমিক!
সম্রাট হাড্রিয়ান মিশরেও গিয়েছিলেন। সে সময়ই নৌভ্রমনের সময় নীল নদীতে পড়ে গিয়ে মারা গিয়েছিল অ্যান্টিওনাস।
আকন্ঠে শোকে নিমজ্জ্বিত হলেন সম্রাট হাড্রিয়ান। শোক এতই গভীর যে আমৃত্যু সে শোক ভুলতে পারেননি। উন্মাদের মত হয়ে গিয়েছিলেন সম্রাট। জনৈক ঐতিহাসিক লিখেছেন-তরুণ প্রেমিকের শোকে সম্রাট পাগলপারা হয়ে অ্যান্টিওনাস-এর দৈবমহিমা কীর্তনের স্থায়ী ব্যবস্থার কথা ভাবলেন। বিষয়টি নিয়ে ঐতিহাসিকগণ এভাবে লিখেছেন: When his supposed lover Antinous died in Egypt, Hadrian mourned deeply. The Greeks made Antinous a god and Hadrian named a city for him (Antinoopolis, near Hermopolis).
সম্রাট হাড্রিয়ান ও এন্টিনোয়াস
রোমান সাম্রাজ্যে, হয়তো সম্রাটকে তুষ্ট করার জন্যই-গড়ে উঠেছিল একাধিক অ্যান্টিওনাস-উপাসক সম্প্রদায় ।
ওদিকে শোকে জর্জরিত হয়ে সম্রাট বুড়িয়ে যেতে থাকেন; মিশর থেকে ফিরে গেলেন রোমে। একটি ভিলায় একা একা থাকেন; ওই সময়েই শান্তিপূর্ন সামাজ্যে নেমে আসে মৃত্যুর বিভীষিকা। কেননা উন্মাদ
সম্রাট একের পর এক এর ওর মৃত্যুদন্ডের আদেশ দিতে থাকেন!
হাড্রিয়ান ভিলা। জীবনের শেষ সময়টুকু এই ভিলায় কেটেছে নিঃসঙ্গ সম্রাটের। ভিলাটি ইতালির টিভোলিতে অবস্থিত।
তারপর সম্রাট অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সঙ্গে কিছু পাগলামীর লক্ষণ দেখা দিল। কি এক অজ্ঞাত কারণে শীত কিংবা গ্রীষ্মে মাথা ঢাকতেন না। (আমার মনে হয় সম্রাটের পাগলামী আরও অনেক আগেই শুরু হয়েছিল যখন তিনি ইহুদীদের "ত্বকচ্ছেদ" প্রথার উচ্ছেদ করতে চেয়েছিলেন। )অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়েছিল।
যে কারণে আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন সম্রাট। তবে আত্মহত্যায় সাহায্য করার মতো কাউকে পাননি। (হয়তো গর্দান যাওয়ার ভয়েই কেউই সাহস পায়নি) খাওয়া-দাওয়া এক রকম বন্ধ করে দিয়েছিলেন সম্রাট। এরকম মৃত্যুকে ভারতীয় ঐতিহ্যে বলে- 'প্রায়োপবেশন'।
যা হোক।
অবশেষে ১০ জুলাই, ১৩৮ খ্রিস্টাব্দে মৃত্যুর দেখা পেয়েছিলেন সম্রাট হাড্রিয়ান।
সম্রাট হাড্রিয়ান আজ আর বেঁচে নেই। তবে তার আমলে নির্মিত প্রাচীর আজও গ্রেট ব্রিটেনে রয়ে গেছে।
সম্রাট হাড্রিয়ান সম্বন্ধে ইউরোপীয় ঐতিহাসিকদের রায় এরকম -Hadrian was one of the 5 good Roman emperors.(এই কথাটা আগেও দু-বার উল্লেখ করেছি) Like Emperor Marcus Aurelius, he was influenced by the philosophy of the Stoics. (আমরা জানি স্টোয়িকরা সব হাসিমুখে সহ্য করে ... কিন্তু সম্রাট হাড্রিয়ান ইহুদীদের সহ্য করলেন না কেন?)
He did not add to Trajan's expansion of the Roman Empire, but traveled around it. He rectified tax situations and is said to have defended the weak against the strong. He was emperor during the Bar Kochba revolt in Judaea.(ইহুদীদের বিরুদ্ধে সম্রাট হাড্রিয়ানের অন্যায় আচরণ তাঁকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে বলে আমি মনে করি.)
তুরস্কে হাড্রিয়ান গেট
ছবি: ইন্টারনেট।
সম্রাট হাড্রিয়ান সম্বন্ধে আরও জানতে চাইলে-
http://www.roman-emperors.org/hadrian.htm
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
http://ladyhedgehog.hedgie.com/antinous.html
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।