অ আ ক খ হঠাৎ করে একদিন শয়তান তার প্রিয়তমা স্ত্রীকে খোঁজে পাচ্ছিলো না । সারা পৃথিবী ত ন্ন তন্ন করে খোঁজে শয়তান কুল তাদের শয়তানমাতাকে খোঁজে পাচ্ছে না । অবশেষে শয়তান কুল পিতা অর্থাৎ ইবলিশ শয়তান নিজেই তার স্ত্রীকে খোঁজতে বের হল, সারা পৃথিবী খোঁজে অবশেষে সে এমন এক দেশে তার স্ত্রী কে পেল যা রীতিমত আচানক,এই দেশের সাথে শয়তানি জগতের রাণীর স্ট্যাটাসই যায় না যাইহোক শয়তান, শয়তান তার স্ত্রীর খোঁজে ঐ আচানক দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করলো,প্রধানমন্ত্রীকার্যালয়ের প্রতিটি রূম-ঘর খোঁজেও না পেয়ে অবশেষে প্রধানমন্ত্রীর বেডরুমে প্রবেশ করলো, প্রবেশ করা মাত্রই এমন দৃশ্য দেখলো যা সে জীবনে কল্পনাই করে নি, সে দেখলো তার প্রিয়তমা শয়তানি এই আচানক দেশের প্রধানমন্ত্রীকে স্পা করে দিচ্ছে । আর কি যেন বলাবলি করছে । শয়তান অদৃর্শ্য থেকে কান পেতে শোনতে লাগলো । কি রে শয়তানি তোর কথামত আমিতো দেশে শয়তানি কর্মকান্ডের জয়-জয়কার শুরু করলাম, কিন্তু এখন তো তুই জানিস আগামী বছরের শয়তানের নামের যে বাজেট করবো এতে তো প্রচুর ঘাটতি থাকবে এখন জনগণ কে কিভাবে বুঝাবো, শয়তানি কর্মকান্ডের জন্যতো অতিরিক্ত টাকা লাগবেই, গত বছর ছিলো ২৭% ঘাটতি ব্যয় ...। শয়তানি সাথে সাথে প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল হে শয়তান প্রেমি প্রধানমন্ত্রী আপনি কী জানেন? পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশ আমেরিকার বাজেট ঘাটতি কত? প্রধানমন্ত্রী জানতে চাইলেন কত? ৪০% বাজেট ঘাটতি,আপনি সাংবাদিকদের সোজা বলে দিবেন "বাজেট ঘাটতি হলেই যে দেশের অর্থনৈতি ভাল চলছে না এই রকম মূর্খরা বলে থাকে, আমেরিকার বাজেট ঘাটতি গত দশ বছর ধরে ৩০% এর উপর আছে, তাতে আমেরিকা শেষ হয়ে যায় নি,যদি বিরোধীদল ক্ষমতায় থাকতো তাহলে ৮০% বাজেট ঘাটতি হতো" । শয়তান এই রকম কথাপোকথন থেকে খুশিতো বাইরে বের হয়ে নাচতে শুরু করলো, আর চিৎকার করে বলতো লাগলো, জয় শয়তান জয় শয়তানি, জয় শয়তানি বাজেট । বিঃ দ্রঃ এখানে যে দেশের কথা বলা হয়েছে তা অবশ্যই আমার জন্মভূমি বাংলাদেশ নয়, বিটিআরসির ভাইয়েরা ভুল বুঝবেন না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।