আমাদের কথা খুঁজে নিন

   

শয়তানের অটোগ্রাফ

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। শয়তানের অটোগ্রাফ আমি শয়তানকে খুঁজেছি গন্দমবৃক্ষের মগডালে -- গন্দমবৃক্ষের চারদিকে দেখি সুনসান নীরবতা; সেখানে সেই আদমও নেই, গন্দমপাপী হাওয়াও নেই; আজও সেখানে পড়ে আছে কিছু ফল, নতুন ভোক্তার অপেক্ষায়। আমি শয়তানকে খুঁজেছি মিনায় -- শয়তানের স্তম্ভের পাদদেশে -- স্তম্ভের পাদদেশে দাঁড়িয়ে আমি নিজেই স্তম্ভিত! তীর্থযাত্রীদের নিক্ষিপ্ত কঙ্করের এ এক সুউচ্চ স্তূপ; তন্ন তন্ন করে খোঁজা হলো প্রতিটি কঙ্কর, মিলল না শয়তানের একটি পদচিহ্ন কিংবা একগুচ্ছ কেশও। অবশেষে মহাকাশের কাগজে ছেপে দিলাম একটি নিখোঁজসংবাদ; স্বর্গমর্ত্য অন্বেষণশেষে আমি চললাম নিদ্রার মহাদেশে। দুর্বোধ্য মুখশ্রী নিয়ে মহামতি শয়তান এলেন -- আমার শিয়রে, রেখে গেলেন এক দুর্লভ অটোগ্রাফ -- "মানুষের কৃতিত্ব দেখে আমি অবসর নিয়েছি বহু আগেই, প্রত্যেকটি মানুষই এখন একেকজন ভারপ্রাপ্ত শয়তান!" ঢাকা, ১৮ ডিসেম্বর ২০০৭ কাব্যগ্রন্থ : 'শুদ্ধ হব, হবে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.