তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা ফজরের আযান শুনে ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠতেই সে এসে হাজির।
-আরে আরে করছ কী? তুমি না দেরী করে ঘুমালে, এখনও অনেক সময় বাকী। শুয়ে থাকো, আরেকটু ঘুমিয়ে নাও। নামাজ তো পরেও পড়া যাবে।
- না, না, নামাজের সময় তো শেষ হয়ে যাবে।
- আরে ধুর, সময় অনেক বাকী এখনও।
- কিন্তু শুয়ে থাকলে তো জামাত পাবোনা।
- নিজেকে এত কষ্ট দিওনা।
আবার ঘুমিয়ে গেলাম।
ঘুম ভেঙে দেখি, সকাল। মনে মনে দুঃখ হলো, ফজর ছুটে গেল। ওমা সে এসে হাজির, এত কেন অস্থির। এখনও বাকী সারাদিন।
আবার..........
একটু অবসরে যিকির করতে বসলাম।
সে এসে হাজির রাজ্যের সব চিন্তা নিয়ে। বললাম,
-তুমি কি আমাকে যিকির করতে দিবে না।
-বিকালে করো, এখনও বাদ দাওনা।
আবার.....
তওবা করতে হাত উঠালাম, সে এসে বলে,
এখন যৌবন যার, ফূর্তি ভোগের সময় তার। বললাম,
-কিন্তু যদি আজ মরে যাই, ভয় হয়!!
-তোমার জীবন এত দ্রুত ফুরাবার নয়।
আরেক দিন...........
কয়েকটি সূরা মুখস্ত করতে বসলাম কুরআন নিয়ে।
সে এসে বলে, গান শোনো, তাতে ফিলিংস পাবে। বললাম,
-আরে, গানবাজনা তো হারাম।
-কে বলেছে, তুমি কি জানো এখানে আছে এখতেলাফ।
-না রে ভাই, আমার কাছে লেখা আছে হাদীস।
-আরে রাখো তো, ওগুলো সব যঈফ।
একদিন.............
এক সুন্দরী মেয়ে যাচ্ছিল, আমি নীচু করলাম দৃষ্টি,
সে বলে, একটু দেখলে কী ক্ষতি?
বললাম, ক্ষতি আছে, আছে গোনাহ।
সে বলে, সুন্দর নিয়ে ভাবো, ভাবনা তো হালাল, তাই না!!
গত বছর......
আমি মক্কা যেতে চাচ্ছিলাম,
সে এসে বলে, কেন যাবে ওখানে?
বললাম, ওমরাহ আদায়। সে আমার পথ আগলে দাঁড়ায়। আমাকে বুঝায়, শুধু উমরার জন্য এত কষ্ট, কত পূণ্যের কাজ অবহেলায় করেছ নষ্ট।
আমি বলি, নিজেকে ভালো হতে হবে।
সে বলে, শুধু আমল তোমাকে নিবেনা জান্নাতে।
সেদিন...............
অন্যকে ভালো উপদেশ দিতে যাচ্ছিলাম,
সে এসে বলে, বিপদে পড়তে যেওনা।
-আরে বিপদ কী? এতে তো মানুষের উপকার।
শয়তান হেসে বলে, তখন মনে সুনাম সুখ্যাতির লোভ জাগবে, এ থেকে আরও বড় বিপদ হবে।
চলবে................................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।