"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়। " আল ইমরান,আয়াত ১৮৫
প্রথমেই দুঃখ প্রকাশ করছি আপামর ব্লগারের কাছে, যে একজন শয়তানের কাপুরুষতার কারণে আমাকে এই ধরণের একটা ব্লগ পোস্ট করতে হচ্ছে, যদিও আমি নিজেই এটা অপছন্দ করছি।
দিতে বাধ্য হলাম, কারণ, নইলে সে আমাকে ৭ দিন পর হয়ত এই ব্লগ থেকে তার সাংগপাংগদের নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ব্লগার শয়তান আমার কাছে জবাব চায়, অথচ সে আমাকে তার ব্লগে ব্লগ করে রেখেছে !!
প্রসঙ্গটা হল, সামু পুরস্কার প্রাপ্তি নিয়ে এক আপুর পোস্টে আমি একটা মন্তব্য করেছিলাম। আপুর পোস্ট থেকে জানা যায় "আয়োজক ই-কন্টেন্ট এন্ড আইসিটি ফর ডেভেলপম্যান্ট এ্যাওয়ার্ড ২০১০ আয়োজিত ই-লোকালাইজেশন বিভাগে সামু ১ম রানার আপ হইছে। "
আমি বলেছিলাম, একটু মজা করেই,
"হুমম, বুঝলাম। গোপন সূত্রে খবর পাইলাম, সামু আইসিটিতে গালিগালাজের ব্যাপক ব্যবহার নিশ্চিত করা (ই-কন্টেন্ট) এবং সামুকে নাস্তিক নামক ইসলামদ্রোহীদের আখড়ায় পরিণত করার কারণে (ই-লোকালাইজেশন) ১ম রানার আপ পুরস্কার পাইছে।
তয়, যেই ভাবে চলতেছে, তাতে আগামী বছর এই একই ক্যাটাগরিতে সামুর চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত !!! ) ) )"
সত্যি কথা বলতে কি, সামুর বর্তমান অবস্থা নিয়ে আমি খুবই হতাশ !! আমাদের আরেক জনপ্রিয় ব্লগার শ। মসীর এর কোন একটা পোস্টের ফেইসবুক লিংক ধরে এই গত বছরের শেষের দিকে সামুর সাথে পরিচয়। প্রথমে ঢুকে ভালই লাগল। কিন্তু কিছু দিন যেতে না যেতেই সামুর আসল চেহারা ধরা পড়ল। আবিষ্কার করলাম, সামুতো ছুপা রুস্তমে ভরা !! অন্যের ধর্মীয় অনুভূতি সম্পর্কে বিন্দুমাত্র সম্মান না দেখানো এবং ধর্ম, আসলে স্পেসিফিকভাবে বলি ইসলামের বিরুদ্ধে অতি কুরুচিপূর্ণ ভাষায় কুৎসা রটানো এখানে এক শ্রেণীর ব্লগারের পেশা বলে মনে হতে লাগল !! এটা না বোঝার কোন কারণ নেই, যে ধর্ম একটা বিশ্বাস, সেটা কোন যুক্তি আর প্রমাণ ছাড়াই !! "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ" এই কলেমাতে বিশ্বাস করার নামই ইসলামের ছায়াতলে আসা, এটা কোন চাক্ষুস প্রমাণ ছাড়াই বিশ্বাস করার নামই "ঈমান"।
যে ঈমান আনবে, সে যখন ধর্মীয় ব্যাবস্থাগুলো জানতে শুরু করবে তখনই তার কাছে ইসলামের সৌন্দর্য আর যৌক্তিকতা প্রকাশ পেতে থাকবে। এই পৃথিবীতে কোন নবী রাসূলই আল্লাহকে মানুষের সামনে এনে দেখিয়ে বিশ্বাস করান নি। যারা বিশ্বাস করেছে, বিনা যুক্তি প্রমাণেই বিশ্বাস করেছে। তার পরেও নাস্তিকতার নামে কেন এত কদাচার ?? আমার বিশ্বাস কোন প্রকৃত নাস্তিক কখনোই এই ভাষায় একটি ধর্মকে হেয় করে কথা বলতে পারে না, কারণ আমি যদ্দুর বুঝি নাস্তিকরা মানবতায় বিশ্বাসী, সুতরাং অন্য একজন মানুষকে কষ্ট দিয়ে কথা বলাটা কখনোই নাস্তিকের বৈশিষ্ট হতে পারে না!!
এবার মূল প্রসঙ্গে আসি। আমি বেশ কয়েক মাস আগে ডঃ জাকির নায়েককে নিয়ে দুটো পোস্ট দিয়েছিলাম।
আমার মনে হয়, সাধারণভাবে চিন্তা করলে আপনারা সবাই একমত হবেন, ডঃ জাকির বর্তমান বিশ্বে একজন অসাধারণ প্রতিভাধর ব্যাক্তি, হোক সে কারো দৃষ্টিতে বাটপার আর কারো দৃষ্টিতে মহান! কিন্তু, তার যে মেধা সেটা সম্পর্কে কারো কোন সন্দেহ থাকার কথা নয়। কারণ, তিনি তুলনামূলক ধর্ম বিজ্ঞানের ছাত্র হিসেবে, প্রতিটি প্রধান ধর্মের ধর্মগ্রন্থগুলো এমনভাবে পড়েছেন এবং গবেষণা করেছেন, যে তিনি এ সংক্রান্ত যে কোন বিষয়ের উপর প্রতিটি লাইনের রেফারেন্স সহ বক্তব্য রাখার ক্ষমতা রাখেন !! আল্লাহ তাকে এক অসাধারণ মেধা দিয়েছেন, সুবহানাল্লাহ ! তবে তার কোন ব্যাখ্যা কারো পছন্দ নাও হতে পারে, সেটা নিয়ে আমার কোন কথা নেই, কারণ মানুষ কেউই নির্ভুল নয় ! আবার আমরা যারা তার কোন ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলছি, সেই ব্যাখ্যা অনুধাবনে আমাদের সামর্থ্যটুকুও বিবেচ্য বিষয়। এসবই তুলনামূলক আলোচনা এবং এর কোন শেষ নেই। মোদ্দাকথা হল, সামগ্রিক বিবেচনায় আমরাই ভাবি ডঃ নায়েক কতটুকু ভাল বা ভন্ড !! তিনি কয়টা মানুষের ক্ষতি করছেন বা উপকার করছেন??
আমি নুরুন নেসা বেগমের ব্লগে অনেক হতাশা থেকেই এই মন্তব্য করেছিলাম,
"আইচ্ছা, সামুর মালিকটা কে, কন তো? খুব দেখার শখ !!
আর মঞ্চে কুব্লগার আরিফুর রহমান, শয়তান, সবাক, আবির্ভাব, আসিফ মহিউদ্দিন, স্বপ্নকথক, ডিস্কো ঘোড়া এইসব গালিবাজরা নেই কেন? যাদের অবদানে সামু এই পুরস্কার পেল?? ( (
এই উছিলায়তো অন্ততঃ এই কুলাঙ্গারগুলার চেহারা দেখতে পারতাম। "
তো আমার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্লগার শয়তান আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে যে সে গালিবাজ কিনা সেটা আমাকে সাত দিনের মধ্যে প্রমাণ করতে।
আমি দুঃখিত শয়তান, যে আমার উত্তর দিতে দেরি হয়ে গেল। সেদিনের পর আমি আজই ব্লগে একটু সময় দিতে পেরেছি এবং তোমার পোস্ট দেখলাম।
শয়তান, আমিও তোমার প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, ডঃ জাকির নায়েক তুলনা মূলক ধর্মজ্ঞ্যান (comparative religion) এর উপর যেভাবে বক্তৃতা করেন সেরকম একটা বক্তৃতা দিয়ে দেখাও? দেখি তোমার জ্ঞ্যান কতটুকু? তোমার জানা থাকা উচিত, ডঃ নায়েক ভারত সরকারের দৃষ্টিতেই ভারতের এক নম্বর ধর্ম প্রচারক এবং ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যাক্তির তালিকার একজন ! তার প্রতিষ্ঠিত "পিস টিভি" সমগ্র পৃথিবীতে এখন সর্বাধিক দেখা ধর্মীয় টিভি চ্যানেল। তার যে কোন সমাবেশে প্রায় ২৫% অমুসলিম দর্শক শ্রোতা থাকে। পৃথিবীর এত বিপুল সংখ্যক মানুষ যেই মানুষটিকে এত সম্মান করে তার ব্যাপারে তুমি আমার পোস্টে কি মন্তব্য কর?
তোমার বাপকে (যে কিনা তোমার এবং তার পরিচিত জনদের কাছে সম্মানিত) যদি আজকে আমি "জোকার" বলে ডাকি তাহলে কি সেটা তোমার কাছে গালি মনে হবে না? ঠিক তেমনি সমগ্র পৃথিবীর বহু মানুষের কাছে সম্মানিত একজন ব্যাক্তিকে যখন তুমি "জোকার" বলে ডাক তখন সেটা গালি হয় না??
সেদিনের পর থেকেই আমি তোমার এবং নাস্তিক নামধারী তোমার ভন্ড সাংগপাংগদের উপর থেকে শ্রদ্ধা হারিয়েছি।
তুমি আমাকে যখন তোমার ব্লগে ছাগু বলে ডাকছ তখন সেটা গালি দেয়া হয় না?
আমাকে ছাগু বলে ডাকার অধিকার তোমাকে কে দিয়েছে?? তাহলে তুমি কোন মুখে বল, যে তুমি গালিবাজ না? একেবারে পুতঃ পবিত্র নাস্তিক হয়ে গেছ তুমি আজ?? শোন এত ভাল মানুষির ভাব দেখাতে এস না। এইখানে ছোট শিশুরা এসে ব্লগিং করলেও বুঝবে যে তোমরা একটা সংঘবদ্ধ দল, শুধুমাত্র ইসলামকে আক্রমণ করতেই ব্লগিং করো। তোমাদের ব্লগিং এর ট্র্যাক রেকর্ড দেখলেই সেটা বোঝা যায়। তুমি যেহেতু এদের মদদদাতা, সুতরাং মানুষ হিসেবে তুমি কোন শ্রেণীর সেটা আমাদের বুঝতে বাকি নেই।
এবার সামুর নীতিমালা দেখঃ
২চ. কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট আমরা প্রথম পাতায় থেকে সরিয়ে দিতে পারি ।
৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
তো তোমরা এত ভাল আর নীতিবান, সামুর এই ব্লগীয় নীতিমালাকে বৃদ্ধাংগুলি দেখিয়ে ইসলাম আর ইসলামী ব্যাক্তিত্বদেরকে নিয়ে যেসব আজে বাজে এবং অত্যন্ত আপত্তিকর ও দুঃখজনক কথা বলে যাচ্ছ এই ব্লগে, এর মাধ্যমে কি তোমাদের শ্রেণী যে কত নীচে সেটা প্রমাণ হয় না? আর কিছু কি বলার দরকার আছে, তোমাদের মুখোশ খুলে দিতে??
আর সামুর মডারেটররা বসে বসে কি করছে?? এর পর আমি কেন বলব না, সামুর এই পুরস্কার আসলে তোমাদের মত ব্র্যান্ডেড গালিবাজদের অবদানেই !!!
দুঃখিত শয়তান, যেহেতু তুমি আমাকে তোমার এক ব্লগে একতরফা গালি দিয়ে ব্লক করে দিয়েছিলে, সুতরাং আমার ব্লগে তুমি ব্লকই থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।