আমাদের কথা খুঁজে নিন

   

গ্যাসের উপদ্রব

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন শেষ কবে চুলে তেল দিয়েছিলাম মনে নেই । সম্ভবত ৩ বছর আগে হবে । ভালো লাগেনা তেল দিতে । শ্যাম্পুই ভরসা । আজ আবার চুলে তেল দিতে হল ।

কারণঃ বদহজম, গ্যাসের সমস্যা । কাল ভোর রাতে হঠাৎ গ্যাসের উপদ্রবটা বেড়ে গেল । বমি হল । বুঝতে পারলাম, আদরের পিসতুত বোনের রান্না করা মাংসের কড়া পাক খেয়েই এই দশা! ওর কি দোষ দেব ? ও তো ভালোই রান্না করেছিল । অনেক কষ্ট করে বেশী করে মসলা দিয়ে কষিয়ে মাংস রান্না করেছিল ।

ভালোই স্বাদ হয়েছিল । আমিও মজা করে খেয়েছিলাম । কে জানত আমার পেট ভালো রান্না সইতে পারবেনা ? হলের ক্যান্টিন আর বাইরের দোকানে খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে যে, এখন বাসায় ভালো করে রান্না করে কেউ কিছু খেতে দিলে তা হজম হতে চায়না! ফলাফলঃ বদহজম, গ্যাস, বমি, পেটের সমস্যা । সারাদিন বিছানায় শুয়ে কাটালাম । পদ্মায় গোসল করতে যাওয়ার সাধ আর আজ পূরণ হল না ।

আরেকটি ব্যাপার হল, অসুস্থ হলে বা বিপদে পড়লেই কেন যেন কাছের মানুষের কথা খুব বেশী মনে পড়ে... খুব বেশী দরকার পড়ে তখন তাদের সাহচর্য, আদর-যত্ন । বাউন্ডুলে মন ক্ষণিকের জন্য পেতে চায় ছাপোষা এক সংসারীর বেশ । বিঃ দ্রঃ দ্রুত সুস্থ হতে আমি সবার দোয়াপ্রার্থী । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.