যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
নষ্ট রাজনীতির হাত থেকে বাঁচতে ভিক্ষুকের মত আমরা দাবী পেশ করে যাচ্ছিলাম, বিনিময়ে দ্রব্যমূল্যের পাগলা কুত্তা আমাদেরকে উপহার দেওয়া হলো। ভিক্ষা চাই না কুত্তা সামলান। সবকিছুর সাথে তাল মিলিয়ে গ্যাসের দাম এবার একসাথে ২০০টাকা বাড়ানো হচ্ছে। অপরিণামদর্শী চুক্তির জন্য লস খেতে থাকা পেট্রোবাংলা এখন গ্রাহকদের বলির পাঠা বানাচ্ছে।
গ্যাস কোম্পানীর কাছ থেকে কোটি কোটি টাকা ঘুস খেয়ে দেশ বিক্রি করে গ্যাস কোম্পানীর সুবিধা প্রদান কারী এসব বেশীরভাগ চুক্তি হয়েছিল খালেদা জিয়া, শেখ হাসিনার আমলে।
জনগনের ভোটে নির্বাচিত সরকার নয় বলে জনগণের দুঃখ কষ্ট এদের স্পর্শ করে না। জনগণ সেটা প্রত্যাশাও করে না। এমন যুগান্তকারী সিদ্ধান্তগুলো সেজন্য তত্ত্বাবধায়ক সরকার বেশ ভালমতই নিতে পারে। কি আসে যায় কে বাঁচলো কে মরলো! রাজনৈতিক সরকার কষ্মিনকালেও এত পন্যের দাম একসাথে বৃদ্ধি করতে পারতো না - জনগণ নির্বাচিত সরকার, জনগণের জন্য চিন্তা করবে সেটাই তো স্বাভাবিক। একটা নিকৃষ্ট রাজনৈতিক দলের নেতৃত্বাধীন সরকারও এই অনির্বাচিত উৎকৃষ্ট সরকারের চেয়ে বেশী জনগণের সুবিধা দেখতো মনে হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।