আমাদের কথা খুঁজে নিন

   

বিনয় মজুমদারে কবিতা

আমি বাংলায় হাসি, বাংলায় কঁদি, বাংলায় জেগে রই। মুদীর দোকান বছর তিরিশ পূর্বে আমাদের গ্রামে কোন মুদীর দোকান ছিল না তো। কয়েক বছর হল আমাদের গ্রামে ক'টি মুদীর দোকান বানিয়েছে। এ বিশ্বের মুদীগন আমাদের গ্রামে ক'টি মুদীর দোকান বনিয়েছে। আমার বাড়ির ঠিক উত্তর পাশের রাস্তা দিয়ে পুব দিকে হেঁটে গেলে রাস্তার দু'পাশে গোটা তিনেক মুদীর দোকানের দেখা পাওয়া যায়, আমি মাঝে মাঝে এই সব মুদীর দোকানগুলি দেখি আমার গ্রামের রাস্তা দিয়ে বেড়াবার সুসময়ে। দেখি এ বিশ্বের মুদী নিজের দোকানে বসে নানাবিধ পন্যদ্রব্য বেচে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।