সহিষ্ণুতাই দুর্বলের শেষ আশ্রয় আলতাফ মাহমুদ ছিলেন একজন সংগীতজ্ঞ, সাংস্কৃতিক কর্মী, আমাদের ভাষা আন্দোলনের কর্মী এবং একজন বীর শহিদ মুক্তিযুদ্ধা। আমাদের ভাষা সৈনিকদের নিয়ে গাওয়া কালজয়ী গান “ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী ” গানটির বর্তমান সুর তারই করা। । ১৯৬৯ সালে “জীবন থেকে নেওয়া” সিনেমায় এটি ব্যবহার করা হয়। ১৯৫০ সালে ভাষা আন্দোলনের কর্মীদের উৎসাহিত করার জন্য তিনি বিভিন্ন জায়গায় গণসংগীত গেতেন এবং তিনি নিজেও ছিলেন একজন সক্রিয় ভাষা কর্মী ।
১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি তার নিজ বাসায় মুক্তিযোদ্ধাদের একটি গোপন ক্যাম্প গঠন করেন এবং সেখানে মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করতেন। কিন্তু পরবর্তীতে এই গোপন ক্যাম্প এর কথা পাকিস্তানীরা জানতে পারে এবং ৩০ অগাস্ট ১৯৭১ সালে তাকে তার নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় এবং তাকে নির্মমভাবে হত্তা করে। ( তার জন্মসাল নিয়ে বাংলাপিডিয়া এবং উইকিপিডিয়া তে দুটি ভিন্ন তথ্য পাওয়া যায়। কেও এটি জানলে জানাবেন)।
তার সম্পর্কে আরও জানতে নিচের দুটি লিঙ্ক এ ক্লিক করুন।
১। wikipedia
২। banglapedia
নিচে আমি আব্দুল লতিফ এর “ দাম দিয়ে কিনেছি বাংলা” গানটির লিরিক তুলে ধরলাম। ( উল্লেখ্য "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো" গানটির প্রথম সুরকার ছিলেন তিনি)। বাংলাদেশ হিসেবে আমাদের আত্মপ্রকাশ করার পূর্বে বাঙালি জাতি হিসেবে শত বছর ধরে আমাদের আত্মত্যাগ এর এক সংক্ষিপ্ত ইতিহাস বলা যেতে পারে এই গানটিকে।
কথাঃ আব্দুল লতিফ
সুরঃ আব্দুল লতিফ
মূল শিল্পীঃ আব্দুল লতিফ
দাম দিয়ে কিনেছি বাংলা
কারোর দানে পাওয়া নয়,
আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি
জানা আছে জগৎময়,
আমি দাম দিয়ে কিনেছি বাংলা
সতেরোশো সাতান্ন সনে,
ভাইবা দেখেন পড়বে মনে
দাম দিছি পলাশীর মাঠে
ইতিহাস তার সাক্ষী রয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা …
সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে
দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গণি রে
আঠারোশো সাতান্ন সালে
দাম দিছি ফের জানে মালে
পিছন ফিরে চাইলে পরে’ একশ বছর কথা কয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা….
ব্রিটিশ গেল, সইপ্যা গেল জল্লাদেরই হাতে রে
তারা মোদের খুন কইরাছে নানান অযুহাতে রে
লক্ষ তরুণ হাসি হাসি
খাইছে গুলি পরছে ফাঁসি
তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো হয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
বাহান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে
বরকতেরা রক্ত দিছে, বিশ্ব অবাক শোনে রে
দিছি রক্ত জন্মাবধি
সাগর সাগর নদী নদী
রক্তে বাংলা লাল কইরাছি এ কথা তো মিথ্যা নয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
দাম দিয়াছি একাত্তরে পঁচিশে মার্চ রাতে রে
সর্বহারা করছে মোরে পশ্চিমা ডাকাত রে
বাপের সামনে বলুক তো ঝুট!
মেয়ের ইজ্জত হয়নি কি লুট?!
আজো বাংলার আকাশ বাতাস তারই শোকে উদাস হয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
দাম দিয়াছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম রে
বলতে কি কেউ পারো তোমরা
সে দাম কারও কম রে?
কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা
দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুন যে উজান বয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…
দাম দিয়াছি বুদ্ধিজীবি নামী দামী লোক কত
এই জনমে কি ফুরাবে ভাই আমার বুকের সেই ক্ষত!
ঊনিশশো একাত্তর সালে ষোলই ডিসেম্বর সকালে
অবশেষে দুঃখিনী এই বাংলা মা যে আমার হয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়।
আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি
জানা আছে জগৎময়,
আমি দাম দিয়ে কিনেছি বাংলা
গানটির audio link
(এই পোষ্ট টি অর্ধেক লেখার পর হঠাৎ মনে হওয়ায় আমি নেটে সার্চ দিয়ে দেখি এটি নিয়ে আগেই বেশ কটি ব্লগ প্রকাশিত হয়েছে। তাই মাঝপথে এটি না দেওয়ার চিন্তা করলেও শেষপর্যন্ত ব্লগটি প্রকাশের সিদ্ধান্তই নিলাম। তবে সেই ব্লগগুলি আমাকে আমার ব্লগটি লেখার ক্ষেত্রে যথেষ্ট উপকার করেছে। )
এই গান নিয়ে লেখা অন্য দুটি ব্লগ।
১। samu blogarer link
২। amarblog ar akti blog এটির সাথে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। কিন্তু এটির দেওয়া লিরিক এ কিছু ভুল রয়েছে।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।