আমাদের বশুবাড়ীর ঘাটের ঐতিয্য আর রক্ষাকরা গেলনা সেখানে াখেন এখন বাজে লোকেরা আড্ডা মারে।
সাবেক দুই মন্ত্রী এবং বিএনপি নেতা এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেয়েছেন। ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া তাদের ১০ হাজার টাকা মুচলেকায় আইনজীবীর জিম্মায় জামিন মঞ্জুর করেন। আজ বুধবার বেলা আড়াইটার দিকে তাদের কঠোর পুলিশ প্রহরায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সিএমএম আদালতে নিয়ে আসা হয়। গাড়ি থেকেই সরাসরি আদালতে তোলা হয়।
তবে আদালতেও কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। উভয় পরে আইনজীবী ছাড়া সাংবাদিক বা অন্য কাউকে ভেতরে যেতে দেয়া হয়নি। দু'নেতার পে শুনানি করেন ব্যারিস্টার শাহজাহান ওমর, সানাউল্লা মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম প্রমুখ, সরকার পে ছিলেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু। উল্লেখ্য, বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন ১২ জুন সকালে নগরীর মহাখালীতে মিছিল করায় এ দু'জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হলেও নিরাপত্তার অজুহাতে দু'জনকে ক্যান্টনমেন্ট থানার হেফাজতে রাখা হয়।
গুলশান থানার ওসি শাহ আলম সাংবাদিকদের জানান, যান চলাচলে বাধা দেয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। তবে পরের দিন ১৩ জুন গাড়ি পোড়ানোর পৃথক দু'টি মামলায় ২০ দিন করে প্রত্যেককে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের একটি মামলায় জামিন মঞ্জুর করলেও অপর মামলায় কেস ডকেট (সিডি) সহ শুনানির জন্য ১৫ জুন দিন ধার্য করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।