রেস্কা চালোক আলতাফ মিয়া মরলো খেটে খুটে, চার পাঁচটা ছেলে মেয়ে বউটা রোগাটে। সবে মিলে থাকে তারা বোস্তির ঘর ছোট, ছোট তবু মাসের শেষে ঘর ভাড়া এক মুঠো। অনেক রাতই না খেয়ে যায় কষ্টে কাটে দিন, এতো কষ্ট করে তবু শেষ হয় না রিণ। শত শত আলতাফ এমন আমাদের আসে পাশে, দেখেও যেন না দেখিয়া হাসছি আমরা সুখে। এক মুহুরতের জন্য যদি আলতাফ হয়ে যাই, ওদের কষ্ট বুজব আমি ওরা আমারই ভাই। ভাই এর কষ্ট না বুজলে ভাই হয় কি কভু, ভাই এর কষ্টের ভাগ নিব খুশি হবেন প্রভু।..........তিনি সর্ব সক্তি মান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।