চট্টগ্রামে যুক্তরাষ্ট্র সপ্তম মার্কিন নৌবহর পাঠাচ্ছে বলে ভারতের শীর্ষ দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনটিকে সরকার ‘অসত্য’, ‘ভিত্তিহীন’ ও ‘মনগড়া’ হিসেবে অভিহিত করেছে। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে এ মন্তব্য করা হয়েছে। প্রসঙ্গত, ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় গত ৩১ মে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র কৌশলগত কারণে চট্টগ্রাম বন্দরে সপ্তম নৌবহরের ঘাঁটি গড়তে চায়। প্রেস নোটে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব সংলাপের ব্যাপারে যৌথ ঘোষণার মধ্য দিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতি বছর দুই দেশের আনুষ্ঠানিক আলোচনার প্রাতিষ্ঠানিক ক্ষেত্র তৈরি হয়েছে। অর্থবহ সহযোগিতা ও আলোচনার লক্ষ্যে এ ধরনের প্রাতিষ্ঠানিক সংলাপ আয়োজনে দুই দেশ অঙ্গীকারাবদ্ধ। এ প্রসঙ্গে সরকার সুস্পষ্টভাবে জানাতে চায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সাম্প্রতিক সফরসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে কোন পর্যায়ের আলোচনায় এ বিষয়টি নিয়ে কোন আলোচনা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ওই প্রেস নোটে আরো বলা হয়েছে, দক্ষিণ এশিয়াসহ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে। আন্তর্জাতিক শান্তিরক্ষা ও আঞ্চলিক সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে বাংলাদেশের অগ্রণী ভূমিকা প্রশংসিত। এছাড়া আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকাটি স্বীকৃত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।