আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয়- যেন মালি বিহীন এক বরই গাছ।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

বরই গাছ এই কারণে যে, বরই অনেক সস্তা, আকারে ছোট, খেতে মজা, একা একটি বরইয়ের কোন মুল্যই নেই। তাছারা বরই একমাত্র ফল যাকে একদিকে আমরা অনেক ভালবাসি আবার একে পায়েও দলে নষ্ট করি। আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয়ও কোন ক্ষেত্রেই একটি বরই গাছের চেয়ে সস্তা নয়। এরও আছে যথেষ্ঠ মূল্য।

আমাদের ইচ্ছা অনিচ্ছায় সেখানে যেতে হয়, তাদের পায়েও ধরতে হয়, বরই গাছে যেমন শত শত বরই ধরে, এখানেও তেমন শত শত সেক্টর আছে, বরই গাছের মত শত শত ধরনের পুকা মাকরও আছে এখানে, আবার বরইকে যেমন আমরা ইচ্ছা করে পায়ে দলি, তেমন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সকল পবীত্র মন্ত্রকেই আবার আমরা পায়েও দলি। মালি বিহীনঃ- কারণ কোন বরই গাছের যদি মালি কিংবা মালিক না থাকে আর গাছ ভর্তি যদি পাকা বরই থাকে তাহলে তার অবস্থা কি হয় সেটা সবারই জানা। আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয়ও ঠিক সেই রকম। কে এর বাবা, কে এর মা, কেই বা এর মালিক, কিংবা কেই বা এর সংরক্ষক। কোন কাজ নিয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ে যে একবার গিয়েছেন তিনিই ভাল বলতে পারবেন এর সত্যটা কতটুকু।

আমাদের বিদেশ গমনের জন্য বিভিন্ন কারণে সেখান থেকে বিভিন্ন কাগজ পত্র সত্যায়ন করতে হয়। শুধু একটি কাগজ সত্যায়ন করার জন্য আপনাকে সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাড়িয়ে থাকতে হবে। আপনি হয়ত বলবেন, অনেক কাজের চাপ তাই ভির বেশি। কিন্তু আপনি অল্প কিছু মানি খরচ করেন, আপনার সারাদিনের পরিশ্রম শেষ। আপনি কোন কাগজ এটেসটেড করতে চান, যদি লিগাল ওয়েতে চান, তাহলে সারাদিন দাড়িয়ে থেকে করার পর দেখবেন কি অবস্থা? কোথায় সিল মেরেছে, কোথায় সাইন করেছে, কোনদিনের তারিখ দিয়েছে তার কোন হদিস থাকে না।

আমার দুই বন্ধুর মারকশিটের অনুবাদ কপিতে এমন ভাবে এটেসটেড করা হয়েছে যে মার্কশিটের কিছু মার্কই নষ্ট হয়ে গিয়েছে, সেই মার্কশিট আল-আযহার বিশ্ববিদ্যালয়ে গ্রহণ না করাতে পুনরায় অনুবাদ করে এটেসটেড করে আনা হয়েছে। কিন্তু আপনি কিছু টাকা ছারেন, দেখবেন ফ্রেশ এটেসটেড পেয়ে গিয়েছেন আপনি। এ বিষয়ে ট্রাভেলসএজেন্সির এক মালিক বললেন, ভিতর থেকে বলাহয়, তোমরা যত পার কাজ নিয়ে আস, প্রয়োজনে রাত জেগে কাজ করে দিব, তোমরা শুধু আমাদের দিকে নজর রাখ। এই মন্ত্রনালয়ের চাকরীরত সকল মানুষই প্রায় এক। আপনি মন্ত্রনালয়ের পাশদিয়ে হেটে গেলেই তারা কেমন যেন লোভি দৃষ্টিতে আপনার দিকে তাকাবে, সে যেন বলতে চাচ্ছে টাকা দাও তোমার কাজ আমি করে দেই।

এই মন্ত্রনালয়ের পিয়নেরও ক্ষমতাও যেন জেলা শহড়ের এক ম্যাজিস্টাডের সমান। এর থেকে কি পরিত্রানের কোন উপায়ই নেই??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.