আওয়ামী লীগের উপদষ্টো পরিষদের সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মধ্যে যারা বিদেশে অবস্থান করছে তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে না পারাটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অমার্জনীয় ব্যর্থতা।
তিনি বলেন, ‘সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চষ্টো সত্ত্বেও আমরা এখনো বঙ্গবন্ধুর খুনিদের অনেককে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে পারিনি। এটা নিয়ে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী যত বলেছেন তার চেয়ে বেশি বলেছেন উপদষ্টো। আমি মনে করি এটা পররাষ্ট্র মন্ত্রনালয়ের অমার্জনীয় ব্যর্থতা।"
তিনি আজ সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘জামায়াতের অবৈধ হরতাল, বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র- সরকারের করণীয়' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জাসদের স্থায়ী কমিটির সদস্য মীর হোসেন আক্তার প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।