ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।
পররাষ্ট্র ক্যাডারের ২৪৭টি পদ সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন। বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের কিছু আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছে।
উলি্লখিত পদগুলো সৃষ্টি করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে ৪৬০।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সব কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস। এ সময় পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তার সংখ্যা বেড়ে ৪৬০-এ দাঁড়াচ্ছে বলে কর্মকর্তাদের জানান তিনি।
পররাষ্ট্র সচিব জানান, এ মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সব মিলিয়ে ৪৬০ জন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা প্রয়োজন রয়েছে উল্লেখ করে পদসংখ্যা বাড়ানোর জন্য আবেদন জানালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনুমোদন দিয়েছেন।
অর্গানোগ্রাম অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২৩২ জন কর্মকর্তা থাকার কথা রয়েছে।
এর মধ্যে এ মুহূর্তে রয়েছেন ২১৩ জন পররাষ্ট্র ক্যাডার। অন্য ক্যাডার থেকে ও ক্যাডারের বাইরে রাজনৈতিক নিয়োগ পেয়েছেন ৬১ জন। সব মিলিয়ে ২৭৪ জন কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন। সারাবিশ্বে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ৬৫ লাখ বাংলাদেশি। বিদেশে বাংলাদেশের বিপুল এ জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় বর্তমান লোকবল যথেষ্ট নয়, খোদ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বিভিন্ন বৈঠকে এ কথা বলেছেন।
মূল খবরটি সমকালের এই পাতায় দেখুন:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।