ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন। প্রধানমন্ত্রী কাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন কাল। পররাষ্ট্র মন্ত্রণালয়টি সচিবালয়ের বাইরে। তাই এখানে প্রধানমন্ত্রীরা আসেন বেশ ঘটা করেই।
২০০৫ সালে সার্ক সম্মেলন শেষ হবার পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন ধন্যবাদ দিতে ।
আমার বেশ এক জন বন্ধু ওই মন্ত্রণালয়ে চাকরি করেন বলে ওখানকার খবর জানতে পারি।
তা প্রধানমন্ত্রী যাবেন কাল সমুদ্র জয় উপলক্ষ্যে ধন্যবাদ জানাতে। এই ধন্যবাদ সবার জন্য নয়।
২০০৫ সালে সার্ক সম্মেলনের পর প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন।
সেই সময় যে সুদৃশ্য আর আকর্ষণীয় প্যান্ডেলে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন ধন্যবাদ জানাতে সেখানে যাবার সুযোগ ছিল কেবল মাত্র প্রথম শ্রেণীর কর্মকর্তাদের। ২য়,৩য়, ৪র্থ শ্রেণীর কর্মচারীদেরকে সেখানে যাবার কোন অনুমতি দেয়া হয়নি। তাদেরকে মেইন ভবনে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।
কাল প্রধানমন্ত্রী যাবেন আবার ধন্যবাদ জানাতে। কালও কি ২য়,৩য়, ৪র্থ শ্রেণীর কর্মচারীদেরকে সেখানে যাবার কোন অনুমতি দেয়া হবে না?আবারও কি তাদেরকে মেইন ভবনে তালাবদ্ধ করে রাখা হবে।
প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন কাল - এটা কোন খবর নয় খবর হল--এটাই। দেখি সাংবাদিক ভাইয়েরা এটা খেয়াল করে কোন কভারেজ দিতে পারেন কিনা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।