আমাদের কথা খুঁজে নিন

   

মিশরে ইইউ’র পররাষ্ট্র প্রধান অ্যাস্টন

সোমবার কায়রো পৌঁছে অ্যাস্টন সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল সিসি, দেশটির অর্ন্তবর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর এবং মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এক বিবৃতিতে অ্যাস্টন বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় মুসলিম ব্রাদারহুডসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য চাপ দেবেন তিনি। ওদিকে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির কয়েক হাজার ব্রাদারহুড সমর্থক রোববার রাজধানী কায়রোর উত্তরপূর্বাঞ্চলের রাব্বা আল-আদাবিয়া মসজিদ প্রাঙ্গণ ছেড়ে যায়। আরো রক্তপাতের আশঙ্কার মধ্যেও সোমবার প্রথম প্রহরে তারা আবার সেখানে ফিরে আসে। সরে যাওয়ার জন্য সেনাবাহিনীর হুঁশিয়ারি অগ্রাহ্য করে তারা সেনা গোয়েন্দা সংস্থার সদরদপ্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।

“আমাদের রক্ত ও আত্মা মুরসির জন্য উৎসর্গ করেছি আমরা” বলে মসজিদ প্রাঙ্গণে স্লোগান তোলে তারা। ৩ জুলাই সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এখানে টানা প্রতিবাদ বিক্ষোভ করে আসছে মুরসির এসব সমর্থক। এদের হটাতে শনিবার ভোররাতে মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় সেনাবাহিনী। এতে অন্তত ৭২ জন নিহত হয়। এর জের ধরে সেনাবাহিনী ও মুসলিম ব্রাদারহুড সমর্থকদের মুখোমুখি অবস্থানে প্রায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে মিশর।

প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যবর্তী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটির এ বিস্ফোরক অবস্থায় বিচলিত বোধ করছে পশ্চিমা শক্তিগুলো। “খাদের প্রান্ত থেকে মিশরকে সরিয়ে নিতে দ্রুত উদ্যোগ গ্রহণের জন্য মিশরের সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি উদাত্ত আহ্বান” জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর একদিন পরই সঙ্কট মোচনের ইচ্ছা নিয়ে ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান কায়রো রওয়ানা হয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।