আমাদের কথা খুঁজে নিন

   

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকড

সুন্দর কথা বলতে চাই [img|http://ciu.somewherein.net/ciu/image/75455/small/?token_id=c5801e69a9b41c0fd55dd55380affa58 আমাদের জন্য সতর্কবাণী....................... বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছে। রোববার দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (http://www.mofa.gov.bd/index.php) ঢুকলেই নির্ধারিত পেজের বদলে হ্যাক হওয়া পেজ দেখা যাচ্ছে। তবে সাইটের মূল হোমপেজে (http://www.mofa.gov.bd)‘সাইটের মেরামত কাজ চলছে’ বার্তা দেখানো হচ্ছে। অ্যানোনঘোস্ট (AnonGhost) নামে একটি দল সাইটটি হ্যাক করেছে বলে দাবি করছে। তারা বিশ্বের সব সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে একটি বার্তাও প্রদর্শন করছে।

বার্তার শেষাংশে বলা হয়েছে, ‘আমরা অ্যানোনঘোস্ট, আমরা অসীম, আমরা ক্ষমা করি না, আমরা ভুলে যাই না, আমাদের ভয় কর। ’ হ্যাকাররা কোন দেশের তা নিশ্চিত হওয়া না গেলেও পেজের একেবারে নিচে লাল রঙে ‘মৌরিতানিয়া অ্যাটাকার্স’ কথাটি উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, “সাইটের মেরামত কাজ চলছে। তাই হোমপেজে গেলেই মেরামতের বার্তা দেখাচ্ছে। ” জানা গেছে, গত কয়েকদিনে বাংলাদেশ, ব্রাজিল ও গ্রিস সরকারের ১১টি গুরুত্বপূর্ণ সাইট হ্যাক করেছে অ্যানোনঘোস্ট।

বাংলাদেশের সরকারের হ্যাক হওয়া সাইটগুলোর মধ্যে জাতীয় মহিলা সংস্থার সাইটও (http://www.jms.gov.bd/index.php) রয়েছে। সুত্র: বাংলানিউজ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.