জাপানে ভূমিকম্পের পর পৃথিবীর অন্যান্য দেশ যখন তার নাগরিকদের সরিয়ে নিচ্ছে সেখানে বাংলাদেশ সরকার তাদের জাপানের দূতাবাসই সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হায়রে কৌতুক। পৃথিবীর কোন দেশই যখন দূতাবাস সরিয়ে নেওয়ার চিন্তা করেনি তখন বাংলাদেশ সরকার এমন একটি হাস্যকর সিদ্ধান্ত নিলো।
মঙ্গলবার আমাদের পররাষ্ট্র মন্ত্রী দীপু আপা বলেছেন, পরমানু তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় বাংলাদেশ এ সিদ্ধান্ত নিয়েছে। তেজস্ক্রিয়তা যেন আমেরিকান, অষ্ট্রেলিয়ানসহ কাউকে ছোবে না; ছোবে কেবল বাংলাদেশ দূতাবাসকে।
প্রথম আলো অনলাইনে সংবাদটি প্রকাশের পর থেকেই অসংখ্য বাংলাদেশি টেলিফোন করে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন, আগে দূতাবাস নয়, আগে বাংলাদেশি নাগরিকদের সরাতে হবে। তা না হলে দশ হাজার লোককে ভোগান্তিতে পড়তে হবে। কাজেই তারা সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
প্রবাসীরা বলছেন, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ বিমান পাঠিয়ে আগে তার নাগরিকদের সরিয়ে নিচ্ছে আর আমরা দূতাবাস সরিয়ে নিচ্ছি।
কোনদিনই হয়তো আমরা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারবো না। কে জানে দূতাবাস সরানোর মধ্যে আমাদের কোন ধান্ধা আছে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।