পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রূটি জনাব মহিউদ্দিনের বাঙ্গালি জাতির একটা অদ্ভুত বৈশিষ্ট্য লেখাটা অনেক দিন আগে পড়েছিলাম। ওনার ঔ পোষ্টের সাথে কারো কোনো দ্বিমত নাই। উনি ওখানে বাঙ্গালির বুদ্ধিমত্তাকে তুলে ধরেছেন।
আমি এখানে একটা বিষয় তুলে ধরব, বাট এটা বুদ্ধিমত্তার বিপরীত। তাই যারা নিজেকে বুদ্ধিমান ভাবেন তারা এই লেখার সমালোচনা করবেন না, এটা আপনাদের জন্য না।
আমরা অনেক আবেগপ্রবন। সামনে যা আসে আমরা তাই নিয়ে নাঁচতে সাচ্ছন্দবোধ করি। সেটা যাই হোক, যেমন খুন, ধর্ষন, ইসলাম, মানবতা, রাজনীতি, এভারেষ্ট বিজয়, ড: ইউনুস, জাফর ইকবাল, আসিফ মহিউদ্দীন, ইলিয়াস আলী ইত্যাদি। এগুলোর যেকোনো একটি টপিক সামনে আসলেই হল, পোষ্ট দেবার লোকের যেমন অভাব হয়না, তেমনি পোষ্টে আলোচনা কারীর ও অভাব হয়না।
এটাযে খুব খারাপ তা বলছি না, তবে এর কিছু খারাপ দিক আছে।
আমাদের চিন্তাকে প্রভাবিত করার জন্য এরকম একটি টপিকই যথেষ্ট। উদাহরন স্বরূপ, ব্লগার আসিফ মহিউদ্দীনের একটি পোষ্টকে আনা যায়। ওনার চরিত্র সম্পর্কে যানেন না, এমন ব্লগার খুজে পাওয়া যাবেনা।
ঐ পোষ্ট আসার পরে আমরা সব ভুলে গেলাম, সবাই মিলে ঐ এক পোষ্টের পিছনে। ভুলে গেলাম সাম্প্রতিক কালের অন্যসব কিছু।
কত সহজে আমাদেরকে ডাইভার্ট করা যায়। বাংলা ব্লগ এমন একটি প্লাটফরম, যেখানে আমরা একত্রিত হবার সুযোগ পাই। এখানেও আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টার কমতি নেই। একজন ব্লগারকেই আমার চোখে পড়ে যে চরম একটা প্রশ্ন করেছিল সেই সময়। এই পোষ্টের ১৬নং কমেন্টের উত্তর দ্রষ্টব্য।
এভাবে চলতে থাকলে, মূলা ঝুলিয়ে যে যার সার্থ আদায় করে নিয়ে যাবে। আমরাই বঞ্চিত হব আমাদের ভোদাইপনার দ্বারা।
কেউ মনে কষ্ট পেলে দু:খিত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।