আমাদের কথা খুঁজে নিন

   

এখনই ডট কমের নতুন ভার্সন উপলক্ষে সবার জন্য দারুন অফার! পণ্য কিনেই এখনই ডট কম থেকে বুঝে নিন ৫০ টাকা ডিস্কাউন্ট!

এখনই ডট কম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি অনলাইন শপিং ওয়েবসাইট। সেরা মান, সেরা সেবা দিয়ে এখনই ডট কম সল্প সময়ের মধ্যেই জয় করেছে হাজারো ক্রেতার মন।

বাংলাদেশের ই-কমার্স ভিত্তিক অনলাইন শপিং সেন্টার এখনই ডট কম বর্তমান সময়ে সুপরিচিত একটি প্রতিষ্ঠান। আপনার প্রয়োজনীয় সব কিছু খুব সহজে কেনার সুবিধা নিশ্চিত করতে এখনই ডট কম নতুন রুপে হাজির হয়েছে। এখনই ডট কম আপনাকে দিচ্ছে দোকানে গিয়ে পণ্য কেনার মতই অনলাইনে পণ্য কেনার অভিজ্ঞতা।

 এখনই ডট কম এ বিভিন্ন পণ্য খোঁজার কাজ অনেক ইউসার ফ্রেন্ডলি করা হয়েছে। এখন আপনি যে কোন পণ্য খুঁজতে আর বেগ পেতে হবে না। এখানে রয়েছে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ই-স্টোর থেকে কেনাকাটার সুবিধা। রয়েছে কিছু দারুন সার্ভিস যা আপনাকে এখনই ডট কম থেকে পণ্য কিনতে আগ্রহী করে তুলবে।
এখনই ডট কমের নতুন ভার্সন সম্বন্ধে বিস্তারিত জানুন এখান থেকে
এবার এখনই ডট কম এসেছে টেকটিউনারদের মন জয় করতে! আর তাই সকল টেকটিউনারদের দিচ্ছে বিভিন্ন কেনেকাটায় ৫০ টাকা ডিস্কাউন্ট!
টেকটিউনস সদস্যরা ৫০ টাকা বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।




উঃ এখনই ডট কম এ একাউন্ট তৈরির জন্য নিচের নির্দেশাবলী লক্ষ্য করুনঃ
১. প্রথমে http://www.akhoni.com ভিজিট করুন।
২. Register ট্যাব এ ক্লিক করুন

৩. আবশ্যক তথ্য যেমন আপনার ইমেইল, ফোন নম্বর এবং পাসওয়ার্ড প্রদান করুন
৪. Submit বাটনে ক্লিক করুন এবং আপনার নিবন্ধন সম্পন্ন করুন।

১. প্রথমে আপনার নিবন্ধন সম্পন্ন করুন। নিবন্ধনের জন্য ভিজিট করুন। http://www.akhoni.com/customer/account/create/
২. পণ্য অনুযায়ী এখনই ডট কম এর বিভিন্ন পেজ এ ভিজিট করুন এবং আপনার পছন্দ অনুযায়ী পণ্য নির্বাচন করুন।


৩. পণ্য নির্বাচনের ক্ষেত্রে পণ্যের বিস্তারিত বিবরণ ও শর্তাবলী লক্ষ্য করুন এবং প্রয়োজনে পণ্যের সাইজ ও পরিমাণ নির্ধারণ করুন।
৪. পছন্দমত পণ্য আপনার কার্ট এ সংযুক্ত করুন। এজন্য Add to Cart বাটনে ক্লিক করুন। আপনি কেনাকাটা চালিয়ে যেতে চাইলে Continue Shopping ক্লিক করুন নতুবা কেনাকাটা শেষ করতে চাইলে View Cart and Checkout ক্লিক করুন।
Cart: কার্ট অর্থাৎ একটি শপিং ঝুড়ি।

ঠিক যেমন কোন সুপার মল বা বাজার ঘুড়ে আপনি পণ্য কিনে একটি ঝুড়িতে বহন করেন ঠিক তেমনভাবে আমাদের ওয়েবসাইটেও শপিং করার মুহুর্তে আপনার পছন্দের পণ্য ওই ঝুড়িতে/Cart এ যোগ করতে পারেন।

৫. পণ্য Checkout করার ক্ষেত্রে পণ্যের মূল্য পরিশোধের মাধ্যমগুলো আপনি দেখতে পাবেন। আপনি কিভাবে পণ্যের মূল্য পরিশোধ করতে চান তা উল্লেখ করুন। মূল্য পরিশোধের উপায়গুলো হল ভিসা বা মাস্টারকার্ড, বিকাশ, নেক্সাস কার্ড, DBBL মোবাইল ব্যাংকিং।

ঠিক যেমন কোন শপিং মলে পণ্য কেনাকাটার পর ক্যাশ কাউন্টারে গিয়ে ক্রয়ক্রিত পণ্যের মূল্য পরিশোধ করেন, ঠিক তেমনি আমাদের ওয়েবসাইট থেকে কেনা কাটার পর ক্রয়ক্রিত পণ্যের মূল্য পরিশোধ করে checkout করতে পারেন।




৬. সর্বশেষে Place Order বাটনে ক্লিক করে আপনার অর্ডার সম্পন্ন করুন। আপনার অর্ডার এর প্রেক্ষিতে আমাদের একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে ফোন করবেন অর্ডারটি নিশ্চিত করার জন্য।
আপনার বন্ধুকে আপনার রেফারেল লিঙ্কটি জানান। আপনার বন্ধুটি http://www.akhoni.com থেকে প্রথমবার কিছু ক্রয়ের সময় আপনার রেফারেল লিঙ্কটি ব্যবহার করে রেজিস্ট্রেশান করতে বলুন। তিনি পাচ্ছেন নিজের একটি রেফারেল লিংক ও সাশ্রয়ী মূল্যে ফ্যাশান, রুপ লাবণ্য, ভ্রমন, রেস্টুরেন্ট ও ইলেক্ট্রনিক্স ডিল আর তার প্রথম ক্রয়ে।

আপনি পাবেন উপহার হিসেবে ৫০ টাকা আপনার পরবর্তী ক্রয়ের জন্য।
http://www.akhoni.com থেকে পাওয়া রেফারেল লিংকটি সবাইকে জানাতে সকল সোশ্যাল নেটওয়ার্ক এ বা অন্য যেকোনো খানে যেখানে মানুষের চোখে পড়তে পারে বেশি যেমন ব্লগ, বিভিন্ন জনপ্রিয় গ্রুপ (Yahoo, MSN, Google etc) এ পোস্ট দিতে পারেন বা ই-মেইলের মাধ্যমে জানাতে পারেন সবাইকে।

এখনই ডট কম http://www.akhoni.com নিয়ে এসেছে ‘বন্ধুর জন্য কিনুন’ নামে একটি আকর্ষণীয় ফিচার। এর মাধ্যমে আপনি বা আপনার বন্ধু যেখানেই থাকুন না কেন আপনার পাঠানো উপহার পৌঁছে যাবে ঠিক সময়মতো। এখনই ডট কম-এর প্রতিটি অফারের ভেতর পাওয়া যাবে ‘বন্ধুর জন্য কিনুন’ নামে একটি অপশন।

 এই অপশন সিলেক্ট (টিক দিন) করে আপনার এবং আপনার বন্ধুর নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, ফোন নম্বর এগুলো নির্দিষ্ট ঘরে লিখুন। কেনার সব প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার বন্ধুর মোবাইলে আপনার নাম দিয়ে একটা মোবাইল কুপন চলে যাবে। দু’জনেই পাবেন ই-মেইল কনফারমেশন। দেশের যেকোনো জায়গায় যে কোন উপহার পাঠাতে পারবেন। এখনই ডট কমhttp://www.akhoni.com -এর ‘বন্ধুর জন্য কিনুন’ সুবিধার মাধ্যমে আপনিও প্রিয়জনকে চমকে দিন।


 স্পন্সরড টিউনটি কম্পাইল করেছেন টেকটিউনস সুপ্রীম টিউনারঃ 'রাকিবুল হাসান' ।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'এখনই ডট কম' Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.