কত যে কথা বলার থাকে মনের মাঝে অপেক্ষায় বসে থাকি কখন তুই আসবি বলে কর্মব্যস্ত দিনের মাঝে ক্লান্তিতে ঝিমিয়ে আসে মন দেহটাও হয়তো কিছু আরাম খোঁজে ঢলে পড়া সূর্যটার দিকে চেয়ে কাজ চলতে থাকে বিষণ্ণ বিকেলে কিছুটা ঢিমেতালে অলস বিকেলের কিছুটা ক্লান্ত দেহ আলসেমী ছাওয়া মন পড়ে থাকে পথের দিকে চেয়ে পথ চেয়ে থাকে তোর তুই আসবি বলে। কখনো কখনো হঠাতই দেখা যায় তোর অবয়ব দরজায় মৃদু ঠক ঠক পরিচিত হয়ে গেছে আজ তোরই মতন করে বিষণ্ণ বিকেল হেসে ওঠে মেঘমুক্ত নীলাকাশের মত তোর আগমনে কখনো কখনো, হঠাতই মাঝে মাঝে। মেঘলা মনের মেঘগুলো হাওয়ায় ভাসিয়ে নিয়ে চলে কোন দূরদেশ পানে তোর আগমনে। কত কথা যে জমে আছে তোর সাথে শেষ দেখা হওয়ার পর থেকে মনের মাঝে তোকে সামনে বসিয়ে হাতে হাত রেখে বলব বলে; তবু তুই সামনে এলে সবকথা এলোমেলো হয়ে মাথার মধ্যে কেমন যানি জট পাকিয়ে যায় ভেবে পাই না শুধু হাতে হাত রেখে বসে থাকা কিছু সময় ফুরিয়ে যায় নিমিষের মাঝেই; কোন কথা বলা হয় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।