আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িত : মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা

ভালো। মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, সরকারের মধ্যে অনেকেই রয়েছেন যারা দুর্নীতি ও অপরাধের সঙ্গে জড়িত। সুশাসন প্রতিষ্ঠায় তারা অন্যতম বাধা। মঙ্গলবার রূপসী বাংলা হোটেলে ইউএসএইড, এমআরডিআই ও প্রগতি আয়োজিত তথ্য অধিকার সম্পর্কে সাংবাদিক ও সুশীল সমাজের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় তিনি একথা বলেন। ড্যান মজিনা বলেন, সব দেশে কিছু মানুষ আছে যারা অন্ধকার স্থান পছন্দ করে।

যেখানে তারা দুর্নীতি, অপরাধ, অদক্ষতা, অযোগ্যতা, অলসতা লুকিয়ে রাখতে পারে। দুঃখজনক হলেও সত্য, সরকারের মধ্যে কিছু মানুষ আছে যারা এ কাজটি করে থাকেন। তিনি বলেন, মাত্র এক সপ্তাহ আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও স্বীকার করে নিয়েছেন, উচ্চ পর্যায়ের দুর্নীতি ও আইনের শাসনের অনুপস্থিতি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। এ বাধা দূর করতে তথ্য অধিকার আইনকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তবে এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও প্রয়োজন বলে জানান তিনি।

তিনি বলেন, স্বচ্ছ, দায়বদ্ধ ও গণতান্ত্রিক সরকার এবং সমাজ গঠনে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, তথ্য কমিশন এবং দুর্নীতি দমন কমিশনসহ বাংলাদেশের নজরদারি প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া জরুরি।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.