যুদ্ধাপরাধীদের বিচার চাই
প্রতিদিন মানুষের মুখগুলো একটু করে বদলায়।
আমি অবাক হয়ে তাকিয়ে দেখি।
আর ভাবি আমি কত বোকা।
এত চালাক মানুষের ভীরে আমারতো কোন স্থান নেই।
চালাক মানুষেরা আমার ভদ্রতাকে আমার দূর্বলতা মনে করে,
আবার আমাকে এবং আমাকেই নিজের প্রয়োজন মনে করে।
আমাকে শিখাতেও দ্বিধা বোধ করে না যে, আমি মূর্খ।
আগে তো আমায় প্রশ্ন করুন আমি আপনার কাছে শিখতে চাই কিনা।
আমিও মনে মনে হাসি, হা হা হা।
কিন্তু কেন যেন চালাকির জবাব দিতে ইচ্ছা করেনা।
মুখোশ পড়া মানুষগুলো সবাইকে খুশী রাখতে চায়।
একজন মানুষ কি আসলে সবাইকে খুশী রাখতে পারে? পারে না।
আমি একজন অতি সাধারণ মানুষ।
অসাধারণ হওয়ার কোন আকাঙ্খা আমার নাই।
সবাই সাবধান করে, ও চালাক, সুবিধা নিচ্ছে তোমার কাছ থেকে।
আমি বলি, ''মন নিক না।
''
এ এক খেলা।
এই খেলাটা খেলতে খেলতে নেশা ধরে গেছে।
আমি আসলে ভদ্রতার মুখোশ পড়ে নেই।
পড়তেও চাইনা। আমাকে দেখলেই তা বোঝা যায়।
মৃত্যু অবদি আমি ওমনই থাকতে চাই। বোকা!!
আমার দেয়ার মতো অনেক আছে।
যা ঐসব মুখোশ পড়া মানুষদের নেই।
মুখোশ পড়া মানুষেরা থাকে কিছুক্ষণের জন্য আবার হাওয়ায় মিলিয়ে যায়।
কারন মুখোশ পড়া মানুষগুলো একদিন, শুধু মুখোশে পরিণত হয়।
হাড়, বাকল, রক্ত আর চামড়ার সহ একটা জলজ্যান্ত মুখোশ।
ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।