আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না .. ওই যে মুখোশ একটা মুখোশ, দুইটা মুখোশ তিনটা আর চারটা কোনটা যেন কারটা ?? কখন ঘোড়ে মাথা আবার কখন ঘোড়ে ঘাড়টা । কোনটা যেন কারটা ? সব মুখোশে একটা কমন তুমি ভাই যেমন তেমন বুঝলে কথার সারটা ? কোনটা যেন কারটা ?? ভণ্ড মুখোশ, ষণ্ড মুখোশ, খণ্ড মুখোশ, পণ্ড মুখোশ হরেক রকম আছে মুখোশ দিনে রাতে একেক মুখোশ পেত্নী, কেউ জিনটা(প্রীতি)!! কেউ লেজুড়ে, কেউ পেজুড়ে কেউ খেজুড়ে, কেউ দে -জুড়ে ! কোনটা ছেড়ে কোনটা ধরে আসল নকল মনটা । কোনটা যেন কারটা ?? হরেক রকম মুখোশ ভাই হরেক রকম ফানটা কেউ চাখে অরেঞ্জ , কেউ লেমনটা ! ভিন্ন স্বাদের ভিন্ন মুখোশ ভিন্ন জীবনটা । এই মুখোশের আড়ালে পোড়ে দগ্ধ কঠিন মনটা ! মনটা যেন কারটা ??!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।