পহেলা জানুয়ারি হঠাত্ আমার ফুফুর বিয়ে ঠিক হওয়ায় আমি আমার ভার্সিটি লাইফের প্রথম দিনটাই মিস করলাম । ৭ তারিখ বাড়ি থেকে এসে ৮ তারিখ প্রথম ক্লাসে ঢুকলাম । দরজা দিয়ে ঢুকার সময়একটা ছেলের সাথে মুখোমুখি ।
পরে জেনেছি ওর নাম সায়মন । লম্বা,স্বাস্হ্য ভাল ,ফর্সা ,গোল ফ্রেমের একটা চশমা চোখে ।
ভালই লাগলো ।
তো সবার পেছন গিয়ে বসে আছি । কেমন যেন অস্হির লাগছে । সবাই যে আড়চোখে আমাকে দেখছে ,ব্যাপারটায় আমার খুব uneasy লাগছে । পাশের সিটে আবিষ্কার করলাম চুপ করে একটা মায়াবীমেয়ে বসে আছে ।
জিজ্ঞাসা করে জানলাম মেয়েটির নাম মুন । প্রথম ৩ দিনই ওর সাথেই বসলাম । So মোটামুটি একটা ভালো friendship গড়ে উঠলো । দুজনের mentality খুব ভালো মিলে । এর প্রায় ১ সপ্তাহ পর ও নিজ থেকে আমাকে জিজ্ঞাস করল ,আমার বাবা কি করেন ।
আমিবললাম এবং ওকে ও ওর বাবা মা সম্পর্কেজিজ্ঞাস করলাম । মার কথা বলাতেই দেখলাম ,ও কেমন চুপ করে গেল । তারপর ও প্রায় ১০-১৫ দিন পর হঠাত্ আমায় বলল,ওর মা একজন বিরাঙ্গনা । আর বলল,কথাটা আর কেউ জানে না ক্লাস এর ।
আমি বললাম ,এত ভয় পাচ্ছিস কেন ?
আমার মা এখানকার "বীরাঙ্গনা সমিতি"রসভাপতি ।
মা আমাকে বলেছেন একজন বীরাঙ্গনার সম্মান মুক্তিযোদ্ধার চেয়ে কোন অংশে কম নয় বরং অনেক বেশী । ও শুনে হাসলো । অবিশ্বাসের হাসি !!
সে যাই হোক,সায়মনকে প্রায়ই দেখতাম ক্লাসে সে বামহাতে লিখে । আমি তাকে প্রায়ই দেখি । কেন দেখি কে জানে?বাসায় একদিন মা ask করলো ,আমি সায়মনকে চিনি কিনা ।
আমি তো অবাক ,কেনমা ? মা বলল ,সায়নের মা নাকি তাঁর বীরাঙ্গনা সমিতির সহসভাপতি । খুব ঘনিষ্ঠতা ওদের মাঝে । আমি খুব খুশি হলাম কেন জানি ।
পরদিনই ভাবলাম সায়মনের ব্যাপারটা মুনকে বলবো । But মুনই পরদিন আমাকে ওর আর সায়মনের affair এর কথা বললো ! ওরা নাকি স্কুল ,কলেজ ফ্রেন্ড ।
আর ওদের ব্যাপারটা ক্লাস এর অন্য কেউ জানে না । আমি ask করলাম ,তোর মায়ের ব্যাপারটা কি সায়মনের family জানে ?মুন বললো ,সায়মন জানে এবং ও বলল ওর তাতে কিছু যায় আসে না । ওর family ও নাকি মেনে নেবে ! আমি চুপ করে রইলাম । ভাবলাম যাক্ বাবা প্রেমে পড়ার আগেইছ্যাকা খাইলাম ! তাও ভালোই হইছে,এইসব হ্যাংলা কাজকর্ম আমার দ্বারা অসম্ভব !!!
দেখতে দেখতে honours শেষ । মুন আর সায়মন স্বপ্ন দেখে ।
তাদের best friend হিসেবে আমি তাদের appreciate করি । engineering পড়ারসুবাদে বিভিন্ন জায়গায় job apply করতে থাকি । এবং সায়মন একটা job পেয়েও যায় । versity থেকে বের হয়ে যাওয়ায় ওদের সাথে connection কমে যায় । বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ।
হঠাত্ একদিন মুনকে call দেই ,but phn off দেখায় । সায়মনের ফোনও দেখলাম বন্ধ ! Strange ! কি হল দুইটার ?একদিন মুন এর বাসায় গিয়ে দেখি নতুন ভাড়াটিয়া । ওরা নাকি অন্য বাসা নিছে । ভাবলাম কি ব্যাপার ?কোন খবরাখবর নাই ? কই ওরা ??
তার প্রায় ২-৩ মাস পর মা একদিন আমায় বলল , সারাদিন তো বাসায় থাকিস । চল ,আজআমাদের বীরাঙ্গনা সমিতির একটা সভা আছে ।
বিরাট অনুষ্ঠান করে বীরাঙ্গনাদের পুরুষ্কৃত করা হবে । তো গেলাম অনুষ্ঠানে । বিভিন্ন অতিথিদের বক্তৃতা চলছে । হঠাত্ আমার cell এ একটা call আসলো । এত আওয়াজেকিছু শোনা যাবে না ভেবে আমি বাইরে আসলাম ।
কথা শেষ করে আবার অনুষ্ঠানের ঘরে যাওয়ার সময় বারান্দায় দেখলাম মুন এর মত কে দাড়িয়ে আছে । কাছে গিয়ে মুনকে দেখে তো আমি অবাক ! একি চেহারা হয়েছে তোর? ভূতের মত লাগছে ? কই ছিলি এতদিন ? সায়মনের কি অবস্হা ? phn off কেন ? মুন কাদঁতে লাগলো । আমি তাড়াতাড়ি ওকেধরে নিয়ে বাগানের একটা বেন্ঞে বসালাম । তারপর ও যা বললো -
সায়মনের সাথে ওর break up হয়ে গেছে। মুন নিজে থেকেই নাকি চলে এসেছে ।
কিন্তু কেন ? ও যা বললো তা হলো :
মুনের মা বিয়ের প্রস্তাব নিয়ে সায়মনের বাড়িতে যায় । সায়মনের মা যখনজানলো মুনের মা একজন বিরাঙ্গনা তখন নাকি তিনি তাঁকে যা তা ভাষায় অপমান করে এবং বলে"আপনার মত ... এর মেয়েকে আমি পুত্রবধূ করবো ?" ভাবলেন কি করে? বেরিয়ে যাও এখান থেকে ? বেয়াদপ মেয়েছেলে ...
সব শুনে আমি তো হতবাক । মুনকে বললাম,কিন্তু তুইনা বলেছিলি সায়মন ওর মাকে সব খুলে বলেছে ? মুন বললো,সায়মন আসলে বলেই নাই । ও ভাবছে ,ওর মা যখন সভানেত্রী সেহুতু একজন বিরাঙ্গনাকে কেন reject করবে । বরং খুশী হয়ে মুনকে গ্রহণ করবে ।
অথচ আজ ....... ?
আমি চুপ করে বসে রইলাম । আসলে এইসব মুখোশ ধারীদের মনে এক ,আর মুখে আরেক! হায়রে দেশ ! এত কষ্ট করে নিজের সব কিছু দিয়ে দেশকে স্বাধীন করে ও এত অসম্মান প্রাপ্য ছিল মুন এর মায়ের??হঠাত্ বৃষ্টি শুরু হলো । মুন আর আকাশ থেকে একসাথেই ঝরছে । আমি হতবিহবল হয়ে বসে আছি । আমাদের এই খানথেকে ও সায়মনের মা (বিশিষ্ট বিরাঙ্গনা সেবিকা !!!) এর ভাষণ শোনা যাচ্ছিল -
"ভাইবোনেরা ,বীরাঙ্গনারা আমাদেরই মা,বোন ....সম্মানিত নারী ..... তাদেরকে সব সময় সম্মান করা উচিত .....সুসম্পর্ক রাখা উচিত ..........." !!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।