মহেন্দ্র সিং ধোনি নাকি অ্যালিস্টার কুক? কে হাসবেন শেষ হাসিটা? এর উত্তরের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতরই হচ্ছে। আসলে হাসছে যে বৃষ্টিই। নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর অবশেষে শুরু হয়েছে ব্যাট বলের লড়াই। তবে খেলার দৈর্ঘ্য এরই মধ্যে নেমে এসেছে ২০ ওভারে। ৫০ ওভারের বদলে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাই এক রকম টি-টোয়েন্টির রোমাঞ্চই উপভোগ করবে দর্শকেরা।
আজ এজবাস্টনের ফাইনালে টস পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক কুক। কিন্তু এরপর জাতীয় সঙ্গীত চলার সময় হানা দেয় বৃষ্টি। দীর্ঘসময় অপেক্ষার পর ২৪ ওভারের ম্যাচ শুরুর ঘোষণা দেন আম্পায়াররা। কিন্তু কিছুক্ষণ পর সেটিও বাতিল করতে হয়।
সর্বশেষ দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। সেটিও না হতে পারলে শিরোপাই হয়তো ভাগাভাগি করে নিতে হবে দুদলকে। ২০০২ চ্যাম্পিয়নস লিগে যেমন ভাগাভাগি করে নিয়েছিল ভারত ও শ্রীলঙ্কা।
ফাইনালের জন্য কোন পরিবর্তন আনেনি ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালের দলটি নিয়েই মাঠে নামবেন ধোনি।
অন্যদিকে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। স্টিভেন ফিনের জায়গায় দলে ডাকা হয়েছে অলরাউন্ডার টিম ব্রেসনানকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।