আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাম্পিয়নস লিগের শিরোপা ফিরে পেল বার্সেলোনা

রফিকুল \\\\---- অমরত্বের পথে আরেক ধাপ। বার্সেলোনার। লিওনেল মেসিরও। ওয়েম্বলির ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের হারানো শিরোপাটা পুনরুদ্ধার করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দুর্দান্ত এ মৌসুমের শেষটা করেছে তিন মৌসুমে দ্বিতীয়বারের মতো লা লিগা আর চ্যাম্পিয়নস লিগের দ্বিমুকুট জিতে।

আর সেই জয়ে যথারীতি উজ্জ্বল বার্সেলোনার খুদে জাদুকর লিওনেল মেসি। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে প্রথমে নিজে একটি গোল করেছেন, তারপর ডেভিড ভিয়াকে দিয়ে আরেকটি গোল করিয়ে তিনিই নিশ্চিত করেছেন কাতালানদের জয়। বার্সেলোনার এবং ম্যাচের প্রথম গোলটিতে অবশ্য ছোঁয়া ছিল না তাঁর। সেটা এসেছে জাভি আর পেদ্রোর যুগলবন্দীতে। মাঝমাঠে জাভিকে একটু নড়াচড়ার সুযোগ করে দিয়েছিল রেড ডেভিলদের ঢিলেঢালা ভাব, তাতেই তিনজনকে ভেল্কি দেখিয়ে নিখুঁত একটা পাস বাড়িয়েছেন তিনি।

সেটা ধরে কোনো ভুল করেননি পেদ্রো, এডউইন ফন ডারসারকে কোনো সুযোগই দেননি তিনি। ৩১ মিনিটের এ গোলের তিন মিনিট পরেই সমতা, আর তাতে উজ্জ্বলতা ছড়ালেন এ ম্যাচে মেসির প্রতিদ্বন্দ্বী ওয়েইন রুনি। রায়ান গিগসের সঙ্গে ওয়ান-টু খেলেছেন বটে, কিন্তু এ গোলের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত আসলে রুনিরই স্পর্শ। কিন্তু রুনির নায়ক হওয়ার সুযোগটা উবে গেছে দ্বিতীয়ার্ধে মেসির দুটি ঝলকে। প্রথমটি ৫৪ মিনিটে, আন্দ্রেস ইনিয়েস্তার বাড়ানো পাসটা যখন মেসির পায়ে পড়ল, তখন তিনি গোললাইন থেকে ২৫-৩০ গজ দূরে, সামনে এক দঙ্গল ডিফেন্ডার।

একটুখানি এগিয়ে সেখান থেকেই আচমকা এক শটে বার্সেলোনাকে এগিয়ে নিলেন তিনি। এবারের চ্যাম্পিয়নস লিগে মেসির ১২তম গোলের পরও বার্সার জয়ের পথে যেটুকু অনিশ্চয়তা ছিল, সেটা দূর হয়েছে ৭০ মিনিটে। কাগজে-কলমে গোলদাতার নাম ডেভিড ভিয়া, চূড়ান্ত পাসটা তিনি পেয়েছেন সার্জিও বুস্কেটসের কাছ থেকে। কিন্তু মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের চার খেলোয়াড়কে কাটিয়ে উৎসটা আসলে গড়েছেন মেসিই। বলটা অবশ্য প্রায় হারিয়ে বসেছিলেন তিনি, সেখান থেকেই উদ্ধার করে শেষ পাসটা বাড়িয়েছেন বুস্কেটস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.