আগের রাতে বার্সেলোনা ও চেলসির হার। তবে গত রাতটা দারুণ কাটল বড় দলগুলোর। সহজ জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠে গেছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে গ্যালাতাসারইকে ৪-১ গোলে হারায় রিয়াল। বায়ার লেভারকুসেনের মাঠে লেভারকুসেনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইউনাইটেড।
মস্কোকে ৩-১ গোলে হারায় বায়ার্ন। আগেই শেষ ষোলো নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি ৪-২ গোলে হারায় ভিক্টোরিয়া প্লজেনকে। এছাড়া পিএসজি ২-১ গোলে অলিম্পিয়াকোসকে ও জুভেন্টাস ৩-১ গোলে এফসি কোপেনহেগেনকে হারায়।
রিয়াল-গ্যালাতেসারাই: ম্যাচের দুই তৃতীয়াংশের বেশি সময় ১০ জনের দল নিয়ে খেলে রিয়াল। এর ওপর চোটের কারণে ছিলেন না দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো।
তবে নিজেদের মাঠে হেসেখেলেই জয় তুলে নিয়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ২৬ মিনিটে ডি বক্সের ভেতরে গ্যালাতাসারইয়ের ফরোয়ার্ড উমুত বুলুতের শার্ট টেনে ধরলে লালকার্ড দেখেন সার্জিও র্যামোস। এর ১১ মিনিট পরই দারুণ এক ফ্রি-কিকে রিয়ালকে এগিয়ে দেন গ্যারেথ বেল। পরেই মিনিটেই অবশ্য সেটা শোধ করে ম্যাচে সমতা আনেন বুলুত। দ্বিতীয়ার্ধটা ছিল অবশ্য শুধুই রিয়ালের।
একটি করে গোল করেন আরবেলোয়া (৫১), ডি মারিয়া (৬৩) ও ইসকো (৮০)।
(বিস্তারিত আসছে...)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।