আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাম্পিয়নস লিগে নেইমারের হ্যাটট্রিক

চ্যাম্পিয়নস লিগে এর আগে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন। একটি গোলও নেই। স্প্যানিশ লিগে গোল পেয়েছেন। গোল পেয়েছেন স্প্যানিশ সুপার কাপেও। কিন্তু চ্যাম্পিয়নস লিগে কেন জানি গেরোটা খুলতে পারছিলেন না কিছুতেই।

নেইমার কেন ইউরোপ সেরাদের এই আসরে গোল পাচ্ছেন না এ নিয়ে বিস্তর কাঁটা ছেঁড়াও হয়েছে।

অবশেষে নেইমার চ্যাম্পিয়নস লিগে গোল পেলেন। শুধু গোলই নয়, প্রথম গোলের রাতটিকে স্মরণীয় করে রাখতে একই রাতে যেন করে ফেললেন বার্সেলোনার জার্সি গায়ে নিজের প্রথম হ্যাটট্রিকও। নেইমারের হ্যাটট্রিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেল্টিকের বিপক্ষে ৫-০ গোলে এগিয়ে আছে বার্সা। খেলার এখনো আধঘণ্টা বাকি!

লিওনেল মেসির সঙ্গে যেমন ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ চলে আসছে, তেমনি শুরু থেকেই গ্যারেথ বেলের সঙ্গে তুলনা হচ্ছে তাঁর।

সেই বেল কিছুদিন আগে হ্যাটট্রিক করেছেন। সেটারই পাল্টা জবাব দিতে নেইমার খুব বেশি সময় নিলেন না। বার্সার হয়ে ২১তম ম্যাচে এসে পেয়ে গেলেন কাঙ্ক্ষিত তিন গোলের দেখা।

ম্যাচের সাত মিনিটে জেরার্ড পিকের গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। নেইমারের বাড়িয়ে দেওয়া বল থেকে ৩৯ মিনিটে ২-০ করেন পেদ্রো।

এর পর থেকে শুধুই নেইমার। প্রথমার্ধের শেষ প্রান্তে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটির দেখা পেয়ে যান। দ্বিতীয়ার্ধের নিজের দ্বিতীয় এবং ত্রয়োদশ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক।

ম্যাচে বার্সার জয় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েই গেছে। এখন শুধু অপেক্ষা নেইমারের নামের পাশে আরও কোনো গোল যোগ হয় কিনা, সেটাই দেখার!



সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.