আমাদের কথা খুঁজে নিন

   

কামনার কবর-স্থান

আমার সম্পর্কে লিখতে হলে আগে ভাবতে হবে...ভেবে ঠিক করি তারপর না হয় লিখে জানাব... অনেক যুগ কাটিয়ে দিয়ে, আজ এ যুগের প্রান্তে দাড়িয়ে তোমায় খুঁজতে খুঁজতে ফিরে এসেছি সেই যুবকদের দলে। তোমার আশায় ক্লান্ত মনে নরকের দুয়ারে বসে কাটিয়ে দিয়েছি- কত-শত অন্ধকার রাত; অথচ, আজ একটি রাত ভয়ে কাটাতে পারিনা। হাওয়ায় হাওয়ায় ভেসে কোথায় যে চলে গেছে সেই দিন, সেই রাত- পৃথিবীর বুকে অশান্ত প্রলয়ের দাপটে নড়ে গেছে রাত্রির নক্ষত্রের স্থান, সব ক্লান্তি আর আশাতীত ভালোবাসা জেগে উঠেছে রূপসাগরের বুকে, ঠিক এইখানে থেমে থাকা ভালোবাসার তরী ঘুমাইছে বুকের ভেতর, -শুধু শেষ-নিশীথের ছায়া কামনার কবর-স্থানে গোলাপ হয়ে উঠলো ফুটে আমার বুকের উপর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।