আমাদের কথা খুঁজে নিন

   

কামনার রাঁঙা সিক্ত পায়ে, কি বাসনার নুপুর তব বাজে,

Khan IT Source

তবুও যদি সে আসে- এই নিথর তিব্র অভিলাষে, ভেজা কাঠের গুড়ি শূকোয় বৃষ্টি শেষে সূর্য যখন হাসে, তবুও যদি সে আসে- শিশিরে জরিয়ে পা দূর্বাঘাসে, চন্দ্রালোয় করূন ঠোটে সুর মূর্ছনার রেশে, তবুও যদি সে আসে- নিদাঘ দুপুরের তর্জনিতে, সুপ্ত আখির পল্লবিতে বিলোল কেশে ভাবনা বেশে, তবুও যদি সে আসে- তৃপ্ত হতে রিক্ত হাতে, রোদ আড়ালে মেঘ ছুয়ে আসা নিরন্তর অনুপ্রাসে, তবুও যদি সে আসে- অপেক্ষার বার্ধক্য জমাট বেঁধে, ঠোট আবিরে রক্ত মেখে প্রতিক্ষা প্রহর শেষে, তবুও যদি সে আসে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।