আমাদের কথা খুঁজে নিন

   

কামনার সুবাসিত আঁধারে শাফিক আফতাব //



আকাশে বাঁকাচাদ হেলে গেলো মেঘের আড়ালে
জোনাকীরা জ্বলতে জ্বলতে ক্লান্ত হয়ে গেলো
লজ্জাগুলো মিশে গেলো লবনের মতোন আঁধারের জলে
অমনি তুমি নিবিড় হলে।

আমরা পৃথিবীর নদী মাঠ আর তেপান্তরের বিল পেরিয়ে খুঁজে ফিরছি
আনন্দের চালান
কোন এক স্নিগ্ধ সুবাসে প্রখর হতেছে আমাদের কান
অমনি সুবাসিত হলো তোমার ফুলের বাগান।
আমরা দুজন তখন আবহমানতার খেলায় খেলছি কানামাছি।

ভূগর্ভস্থ্য খনিজের আশায় ভিজে গেলাম বর্ষার জলে
তুমি সব উজাড় করে দিলে ভালোবাসার ছলে
মনের গভীর ডাহুকের ডাকাডাকি
ফুলের সুবাস ভাসছে, বাতাসে, আঁধারে, দেহের কোলে
তুমি আজ কত সুধা দিলে হে অনুরাগী।
০৭.০৩.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।