আমাদের কথা খুঁজে নিন

   

কামনার পঙতিমালা

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মানুষে মানুষে হানাহানি সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক!

আগুন যদি জলকে টানে – হয় কিভাবে?
পূব- পশ্চিম গোলমিলে যায় – কোথায়, কবে?
খুব ভোরেতে চাঁদ উঠেছে - কেউ শোনেনি,
মরুর বুকে ফুটলে গোলাপ – গোলাপ ছোঁবে ?
গহীন সবুজ অরণ্যানীর ঝরনা তুমি
সমুদ্রের পানে তোমার স্থির যাত্রা,
কাঠখোট্টা এই যে আমি পীচঢালা পথ-
আমায় ছুঁলে সাগর ছোঁয়া , বলো- হবে ?

নক্ষত্র যেমনি হঠাৎ ছিটকে আসে-
সুখ যেমনি এসে দুখের পাশে বসে-
আচমকিতে মনের ভুলে তেমনি তুমি
ভুল করে ভুল তলিয়ে গেলে ভুলের রসে!
আকাশ এলো মেঘের মতন ঘোমটা টেনে
কি পসরা সাজিয়ে মনে কেউ জানে না!
আকাশ কন্যা, আমার চোখে বিজলী খেলে-
হলকা ওঠে, তোমার মনের আব্রু খসে!

হাজার বছর সমান আজকে এই এক রাত
উপড়ে নিয়ে স্বর্ণ থেকে সবটুকু খাত
তোমার দেহে তাইতো আমি আমায় খুঁজি
অনুশোচনা হয় সে হবে কাল প্রভাতে!
উঠবে তুফান , দুলবে নৌকো- খণ্ডপ্রলয়
জলের মাঝেই জন্মাবে জল-জলদ সে ফুল
ভোর না হতেই থামবে হঠাৎ ঝঞ্ঝা তুফান
বৃষ্টি পড়বে টিপটিপিয়ে টিনের ছাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।