আমাদের কথা খুঁজে নিন

   

রুগ্ন পিয়াস

কথাতে কথা ওঠে স্মৃতি টানে স্মৃতি সেদিনের কথা – সেইদিন ‘ মাঠ-খেলা-সাইকেল ’- টেনেছি সবে ইতি । তুমি ছিলে – আমিও তখন দুষ্টামি , পাড়া ভরে জ্বালাতন , শোরগোল করে তবে থামি । বলেছি হেঁয়ালি ভরে , একদিন - তোমাকে ভালবাসি জান চল দুজনে দুজন আরও কাছে (জাস্ট ফান)। তুমি যে সায় দিলে খুব তাড়াতাড়ি সিরিয়াস তুমি বড় বেশি বাড়াবাড়ি । আর তারপর – তার কিছুদিন – আমি নাকি শেষ ।

লোকে বলে – ভালবেসে পাগল বিশেষ । সেই তখনই , ভাললাগা শুরু ঘন মেঘ এক ফালি চাঁদ অনুভূতি প্রেমিকের - প্রেমাতুর শত শত স্বাদ । শুধু মনে মনে ভালবাসাবাসি । আজ হাস , দূরে এখানে আমিও যে হাসি । আর তারপর – “কি হয়েছে ?” , “কেন ?” – দূরে থাক ।

আমি ও আমরা ভাল আছি , শুধু - ভালবাসা টুকু নির্বাক । সূর্য যেখানে ডোবে – দর্পের রুগ্ন পিয়াসে শুধু রেখা টানে – আজ স্মৃতিরাই জীবনের মায়া ক্যানভাসে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.