[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
................
তুমি এলে পুথিবীতে
তাই শত দুঃখের সর্বনাশ,
তুমি এলে জীবনেতে
তাই মনে সুখের বর্নালী উচ্ছ্বাস।
29/07/2001
..............
অনেক কষ্ট বরফ হয়ে জমে ছিল মনে;
তোমার ভালবাসার প্রচন্ড দহনে সব কষ্ট,
সব কান্না তরল হয়ে বের হয়ে এল চোখে।
অনেক কান্না জমেছিল ,
দীর্ঘদিনের কান্না বিরতির পর,
সময়টা বেশী লেগেছিল তাই।
রাত পুরোটাই পার হয়ে গেল ,
তোমার ভালবাসা এত গভীর, এত আগ্রাসী দাবানল...
একদিনেই সবটুকু বনভূমি নিয়ে গেল আপন দখলে।
তাইতো তুমি অনাবিল অফুরন্ত ভালবাসা,
তুমি আমার মন ভূবনে চিরন্তন পাষাণ দহন।
27/03/2001
...............
বাতাসে দুলছে ছোট চারাগাছ
ঢেউ এর মত প্রান্ত ধেয়ে,
দুলছে মন, দুলছে হৃদয়
দুলছে না শুধু দেহ, দেহ
শুধু দোলে দেহের ছোঁয়ায়।
07/06/2001
...............
অজস্র বেদনার মাঝে
সুপ্ত বাসনা ঢেকে আছে বহুকাল ধরে;
কে ছোঁয়াবে যাদুর পরশ,
ফোঁটাবে সুপ্ত কুড়ি?
শুকিয়ে যাবে কোন পরশে
বৃদ্ধ বেদনা পুষ্ট বৃতি?
10/07/2001
.................
সেই দেখা হলো এতদিন পরে
যখন আর সময় নেই তীরে ,
ছেড়ে গেছে নতুন চরের কূল
প্রশ্ন থেকে যায় আসলে কার ভুল।
1/9/2001
...................
যে জন দেখেনি স্বপ্ন পূর্ণিমা রাতে
কথা নয় বরং তর্ক হবে তার সাথে।
তার হাত ধরে নিয়ে যাব খোলা মাঠে
সঙ্গী বানাব একটি নিঃসঙ্গ পূর্ণিমা রাতে,
বুঝবে সে তখন দুই রূপ ও হয় তর্কের
একটা শত্রুতার অন্যটি কিন্তু মধুর আবেগের ।
1/11/2001
.............
শেষ বিকেলের আলাদা রঙে
মন ছুঁয়ে যায় আলাদা সুরে
তোমার ভেজা চারু ঠোঁটে
তোমার যাদুর হাসি।
রঙিন আকাশে সেই বেলাতে
হারিয়ে নিজেরে স্বপ্ন মাঝে
তোমার হাসি চুরি করে
সাঁঝের আড়ালে ভাসি।
31/01/2002
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।