মঙ্গলবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ কথা জানিয়েছে।
এর আগে ২০ জুন কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে সরকার কর্তৃক চিহ্নিত রুগ্ন/বন্ধ প্রতিষ্ঠানের ঋণ হিসাব নিষ্পত্তি/অবসায়নের জন্য ঋণ গ্রহীতাদের দুই মাসের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল।
মঙ্গলবারের সার্কুলারে বলা হয়েছে, চলতি বছরের ২০ জুন ‘সরকার কর্তৃক চিহ্নিত রুগ্ন/বন্ধ প্রতিষ্ঠানের ঋণ হিসাব নিষ্পত্তি/অবসায়ন’ শীর্ষক সার্কুলারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সার্কুলার জারির দুই মাসের মধ্যে ঋণ গ্রহীতাকে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে মর্মে যে নির্দেশনা প্রদান করা হয়েছে, সে আবেদন করার সময় আরো দুই মাস বর্ধিত করা হল।
সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
আগের সার্কুলারে বলা হয়েছিল, রুগ্ন শিল্পসমূহের ঋণ হিসাব অবসায়ন/নিষ্পত্তির জন্য নানাবিধ সুযোগ সুবিধা সম্বলিত প্যাকেজ সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনার আলোকে নিষ্পত্তি করা যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।