আমি সাধারন একজন সরকারি মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুজিবর রহমানের ভাগ্য বলতে হয়। দুই বছরের জন্য এমডি হয়ে চরমভাবে ব্যর্থ হলেও মেয়াদ বেড়েছে এক বছর। এর পরও বাড়ানো হয় আরও ছয় মাস। এত দীর্ঘ সময়ে দৃশ্যমান কোনো সফলতা না থাকলেও টেলিটক হয়েছে রুগ্ন থেকে রুগ্নতর। টেলিটকের ভাগ্য বিপর্যয় হলেও ভাগ্যের চাকা উপরের দিকে ঘোরে এমডির।
ঘুরবে না কেন? তিনি যে খোদ মন্ত্রীর ছায়াসঙ্গী। গত মাসে আবারও দুই বছরের জন্য এমডি নিযুক্ত হয়েছেন। তবে এটা সম্ভব হয়েছে 'কানেকটিভিটি'র কারণে। টেলিটকের বিরুদ্ধে অবৈধ ভিওআইপিতে জড়িত থাকার যে অভিযোগ বিটিআরসি করছে তা তার জন্য প্রভাবশালীদের আশীর্বাদ বয়ে এনেছে। ভিওআইপিতে ব্যবহৃত সিমের কলচার্জের আয়ে চলছে টেলিটক।
না হলে বহু আগেই লালবাতি জ্বলত।
বিসিএস টেলিকম ক্যাডারের ১৯৭৮ ব্যাচের এ কর্মকর্তা মেধা তালিকার আট-নয় নম্বরে ছিলেন। সর্বশেষ ছিলেন জেনারেল ম্যানেজার (জিএম) ট্রান্সমিশন। ২০০৭ সালে টেলিটকের এমডি নিয়োগের দরখাস্ত করে তিনজনের প্যানেলে দ্বিতীয় হন। প্রথম হন ড. আবু সাঈদ খান এবং তৃতীয় আবসার আলম।
(বিটিসিএলে নিয়মিত এমডি নিয়োগ না করে ড. সাঈদকে দীর্ঘদিন দায়িত্বে রাখা হয়েছে। যদিও প্রকৌশল এ প্রতিষ্ঠানে নিযুক্তির যোগ্যতা তার নেই। তার শক্তির উৎস একজন প্রভাবশালী উপদেষ্টা। আর বিদেশ থেকে আসা কলের বিশদ বৃত্তান্ত_ সিডিআর প্রতিনিয়ত মুছে যাওয়া। )
২০০৭ সালের জুনে এমডি নিয়োগের প্রস্তাব গেলে তদানীন্তন টেলিযোগাযোগ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম তিনজনের প্যানেল থেকে জীবনবৃত্তান্ত দেখে লেখেন : 'প্রস্তাবিত প্রার্থীরা বর্তমানে বিটিটিবি কর্মকর্তা।
এটা কোনো অযোগ্যতা নয়। তবে আমি নিশ্চিত, বিটিটিবির বাইরেও ভালো প্রার্থী রয়েছে। আমার মনে হয়েছে, মনোনয়নপ্রক্রিয়ায় পক্ষপাত হয়ে থাকবে। আমাদের উচিত হবে এ পদের জন্য পুনরায় বিজ্ঞপ্তি দেওয়া। '
এরপর নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
তখন মির্জ্জা আজিজের স্থলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মালেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলে তাকে ম্যানেজ করে টেলিটকের এমডি হন মুজিবর রহমান। দক্ষতা দেখাতে না পারলেও এ সরকারের সময় ফরিদপুরবাসী হিসেবে মেয়াদ এক বছর বেড়েছে। এর পরও নিয়োগবিধি লক্সঘন করে আরও ছয় মাস এমডি রাখা হয়। বিদায়ের পর নতুন এমডি নিয়োগের প্রক্রিয়ায় অন্য তিনজনকে বাদ দিতে ব্যাপক চাপে ছিলেন মন্ত্রণালয়ের সচিব। ১৮ অক্টোবর মুজিবর রহমান পুনরায় দুই বছরের জন্য এমডি হন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।