আমাদের কথা খুঁজে নিন

   

সহযাত্রী

সহযাত্রী কোন এক পৌষ পার্বণের মহোৎসবের দিনে, তুমি বলেছিলে আমায়, তোমার সহযাত্রী হতে আর উন্মোচন করতে জীবনের শ্বাশত সত্য; তোমারই সাথে পরিব্রাজক হয়ে । আমি উপেক্ষা করতে পারিনি তোমার সেই ডাক, তখন থেকেই শুরু করে এখনো ঘুরছি দেশ থেকে দেশান্তরে; তোমারই সাথে সহযাত্রী হয়ে । আমি ভেসে বেড়িয়েছি উত্থাল সমুদ্রে, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে এবং বসন্তের মাতাল সমীরণে সাগর থেকে মহাসাগরে; তোমারই সাথে সহচর হয়ে । আমি দেখেছি পাহাড়, চূড়া, গিরিপথ, বিস্তীর্ণ মাঠ, ফুল, ঘাস এবং অগ্নিয়গীরির জ্বালামুখ দিন থেকে দিনান্তরে; তোমারই সাথে অনুসারী হয়ে । আমি হেঁটেছি সেই মাটে, মাড়িয়েছি ঘাস, পাহাড়, ফুল, গিয়েছি জ্বালামুখে, জ্বলেছি লাভার অনলে এবং গিয়েছি স্বর্গে অনন্তকাল ধরে; তোমারই সাথে সহকর্মী হয়ে । আমি স্বর্গ-পুরীতে আবাদ করেছি, ঘরে তুলেছি ফসল এবং করেছি নবান্নোৎসব যুগ যুগ ধরে; তোমারই সাথে সহযোগী হয়ে । আমি চলেছি তোমার সাথে প্রকৃতির সব ঋতুতে, চলব আরও এবং দেখব এই জগতটাকে হাজার বছর ধরে; তোমারই সাথে একাত্মা হয়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।