আমাদের কথা খুঁজে নিন

   

নিরপেক্ষতার খাতিরে কিছু পজিটিভ ফেসবুক স্ট্যাটাসও মাঝে মাঝে দিতে পারেন

আপনি যদি সরকার-বিরোধী ফেসবুক স্ট্যাটাস দিতে বাধ্য হন এবং এটা যদি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ায়, তবে নিরপেক্ষতার খাতিরে কিছু পজিটিভ স্ট্যাটাসও মাঝে মাঝে দিতে পারেন। যেমনঃ ১) কারেন্ট আসছেহ ২) বিদ্যুত অবস্থার উন্নতি, মাত্র ৮ বার লোডশেডিং। গতদিনের ১১ বারের তুলনায় অনেক ভাল। ৩) বৃষ্টি হয়েছে কিন্তু রাস্তায় পানি জমেনি (রাস্তা কাটা গর্তে পানি ঢুকে গেছে) ৪) পল্লী উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। চিন্তা নেই, পুরো দেশকে ডেভেলপারদের কাছে দিয়ে দেয়া হবে ডেভেলপ বা উন্নয়নের জন্য।

৫) দেশ দক্ষিণ এশিয়ার সুপার পাউয়ার হবার পথে। কারণ, ১৮ কোটি ডলার বা প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লকহিড মার্টিন সি-১৩০ই সামরিক কার্গো বিমান কিনছে বাংলাদেশ। (শিক্ষকদের বেতন বাড়াোর জন্য ৪০০ কোটি টাকা না থাকলেও, বাপেক্সের মাধ্যমে তেল-গ্যাসের কূপ খননের জন্য ২০০ কোটি টাকার অভাব হলেও, তথাকথিত জঙ্গিদমন আর শান্তিরক্ষার নামে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মহান দ্বায়িত্ব পালনের জন্য দেড় হাজার কোটি টাকার অভাব হয় না আমাদের। কারণ একটাই, সুপার পাওয়ার হব। ) ৬) নিজের প্লেটে না এলেও প্রতিবেশীদের ইলিশ দিয়ে আপ্যায়নের সুখ্যাতি শুধুই বাংলাদেশের।

ভারত প্রায়ই বাংলাদেশে চাল/পেয়াজ রপ্তানী বন্ধ করে দেয় তাদের নিজেদের চাহিদা মেটাবার জন্য। কিন্তু, আমরা কক্ষণো এমনটা করিনা। ... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.