তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যাঁরা নিরপেক্ষতার কথা বলেন, তাঁরা তৃতীয় শক্তি, জামায়াত ও সামরিক শাসনের পক্ষে। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সভা হয়।
প্রধান বক্তা হিসেবে হাসানুল হক ইনু বলেন, ‘মৌলিক প্রশ্নে নিরপেক্ষ বা মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। বর্তমান বাংলাদেশে যাঁরা নিরপেক্ষতার কথা বলেন, তাঁরা তৃতীয় শক্তির পক্ষে, জামায়াতের পক্ষে, সামরিক শাসনের পক্ষে।’
বিরোধীদলীয় নেতার উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া, আপনাকে ঠিক করতে হবে আপনি জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে থাকবেন, নাকি গণতন্ত্রের সঙ্গে থাকবেন।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।