কেউ মুক্তচিন্তা করে সঠিক পথ খুঁজে পায়, আর কেউ হয় পথভ্রষ্ট। বাবারা, বুদ্ধিজীবীর খেতাবের লোভে মুক্তচিন্তা করলে সব হবে নষ্ট... ভাই.........সেল ফোন ইউস করছি অনেক আগে থেকে। গ্রামীণফোণ,জামদানি, ফুরফুরা ইত্যাদি.....সব ইউস করেছি।
শুধু বাংলালিঙ্ক,সিটিসেল আর টেলিটক বাকি।
ইউস করা ওইসব সিম সম্পর্কে মোটামোটি ভাল একটা আইডিয়া আমার আছে।
গ্রামীণফোনের কখনো নেটওয়ার্ক রিলেটেড তেমন কোণ প্রবলেন ফেইস করি নি।
তবুও একটা টিভি চ্যানেলকে দেখলাম পর পর কয়েকবার গ্রামীণফোণের নেটওয়ার্ক বিভ্রাট নিয়ে রিপোর্ট করতে। শুদুই গ্রামীণফোন!!
অথচ এই পর্যন্ত দেশের সেরা মোবাইল কোম্পানি এটি।
আবার তাদের লেটেস্ট বিজ্ঞপন নিয়ে করা হল নানা ধরনের ঝামেলা। অভিযোগ আনা হল কবি নজরুলের গান বিক্রিতির।
কাজটা অবশ্যই ঠিক হয় নি। কিন্তু আমার কথা হল আজকাল কিছু গায়ক গায়িকা তো মৃগি রোগীর মত নেচে নেচে অবিরত বাংলার পুরানো গান গুলু বিক্রিত করে যাচ্ছে। কই?? এদের বিরুদ্ধে তো কোনপ্রকার এয়াকশেন নেয়া হয় না।
আর আরেকটা বিষেশ মোবাইল কোম্পানির সিম ইউস করে যে অবিজ্ঞাতা হয়েছে তা নিশ্চয় শেয়ার করতে হবে না। ধিক এই কোম্পানিকে ......যারা এখনো তাদের নেটওয়ার্কের কোন উন্নতি করতে পারছে না।
উলটা যুবসমাজের ক্ষতি সাধন করতে ফোনে ম্যাসেজ পাঠিয়ে বলে অমুক নায়িকের হট ছবি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে...আরও বলে "মায়াবনো বিহারিণী""kolaveri di" ডাউনলোদ করতে এই লিঙ্কে যান।
ভন্দামির আর জায়গা পায়না। ব্যাবসা করতে এসেছে বাংলাদেশে আর কৌশলে জনপ্রিয়তা বাড়াতে চায় ভিনদেশর নগ্নতা আর অন্যান্য জিনিসের। (তবুও তদের ধন্যবাদ নাচানাচির ব্যাপারে খুব কন্সার্ন্ড আরক মোবাইল কম্পানিকে তাদের বিজ্ঞাপনে "বাশ" দেয়ার জন্য। )
কই?? এইসব ব্যাপারে তো কোন রিপোর্ট হয় না।
শুধু গ্রামীণফোনের উপরেই সব দোষ চাপানো হয় "যত দোষ সব ওই নন্দঘোষের উপর" স্টাইলে।
কিছুই বুঝলাম না। এসবের উদ্দেশ্যটা আসলে কি??????
.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।