আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণফোন : : ২৮২৮



প্রতিদিন আমার মোবাইলে গ্রামীণফোন না হলেও ৫/৬ টা করে এসএমএস করে। কোনটায় কম দামে নেট এর লোভ দেখায়, কোনটায় কম রেট এ কথা বলার লোভ দেখায় আবার কোন টা ডাউনলোড লিংক্‌ দিয়ে দেয়। আমি যথেষ্ট বিরক্ত। ওরা অনেক দিন ধরেই একটা এসএমএস করে, ২৮২৮ এ ডায়াল করো, বন্ধু বানাও। টিভি তে অ্যাডও চলে।

বন্ধু বন্ধু খেলা মানে হচ্ছে, আপনি ২৮২৮ এ registration করলে একটা নেটওয়ার্ক এ ঢুকে যাবেন, সেখানে থাকবে বিভিন্ন বয়সের 'বন্ধু' দের সাথে কথা বলার সুযোগ(পটানোর সুযোগ)। গ্রামীণফোনের কি করে ধারনা হলো আমাদের বন্ধুর অভাব পড়ে গেছে, দূর দূরান্তে ফোন করে আমাদের বন্ধু বানাতে হবে? গ্রামীণফোনের এই মহৎ উদ্যোগের উদ্দেশ্য টা জানতে খুব ইচ্ছা করে। মোবাইল ফোনের অপব্যবহার হচ্ছে নিয়মিত ভাবে। কোন ভাবে রোধ করা যাচ্ছে না। কম বয়সী ছেলে মেয়েদের হাতে চলে যাচ্ছে মোবাইল ফোন যা কখনো কখনো মোটেই কাম্য নয়।

২৮২৮ এর কল্যানে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে। বাড়ছে প্রতারক আর প্রতারিত'র সংখ্যা। (ইতোমধ্যে এফ.এম. রেডিও এর 'লাভ গুরু' র কাছ থেকে প্রতারনার বিভিন্ন সহজ কৌশল ভালোই শিখে নিয়েছে টিন এজার রা)। এত বড় একটা অনিরাপদ নেটওয়ার্কে খুব সহজেই ঢুকে যাওয়া আমার কাছে রীতিমত একটা শংকার বিষয় হয়ে দাড়িয়েছে। আমাদের ছোট ভাই, ছোট বোনরা নিরাপদ থাকুক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.