বাহরাইনে আজ রোববার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় ১০ বাংলাদেশি শ্রমিক মারা গেছেন।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথস সচিব (শ্রম) মোহাম্মদ ইব্রাহিম প্রথম আলো ডট কমকে এ খবর নিশ্চিত করেছেন।
মোহাম্মদ ইব্রাহিম জানান, রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে রিফা এলাকায় আজ ভোরে এ ঘটনা ঘটে। ওই এলাকার এক ঘরে ১১ জন বাংলাদেশি একসঙ্গে থাকতেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এদের মধ্যে ১০ বাংলাদেশি শ্রমিক মারা যান।
তবে একজন বেঁচে গেছেন। নিহতের সবার বাড়ি কুমিল্লায়। এদের মধ্যে কয়েকজন পরস্পরের আত্মীয়।
মোহাম্মদ ইব্রাহিম আরও জানান, নিহতদের সবার নাম-পরিচয় পাওয়া গেছে। তবে আরও যাচাই-বাছাইয়ের পর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সে বাহরাইনের পুলিশ ঘটনাটি তদন্ত করছে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।