বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভ দমনে সেনা পাঠাচ্ছে সৌদি আরব। ইরানের প্রেস টিভি আজ এ খবর দিয়েছে।
রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট: বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভ দমনে সেনা পাঠাচ্ছে সৌদি আরব। ইরানের প্রেস টিভি আজ এ খবর দিয়েছে। বাহরাইনে বর্তমানে যে সরকার বিরোধী প্রচণ্ড বিক্ষোভ চলছে তা সফল হলে সৌদি আরবে তার মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে সৌদি সরকার।
এ দিকে, বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভে আজ আরো দু'জন নিহত হয়েছেন। গতকাল সরকার বিরোধী গণবিক্ষোভের সময় একজন নিহত হলে তার লাশ নিয়ে আজ রাজধানী মানামায় শোক মিছিল বের হয়। শোক মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ও টিয়ারগ্যাস ছোঁড়ে। এতে দু'জন নিহত হন। হতাহতের এ খবর ছড়িয়ে পড়লে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ মিছিলে যোগ দেন।
গতকাল বাহরাইনে সরকার বিরোধীরা মহাবিক্ষোভ দিবস পালন করেছেন। পারস্য উপসাগরীয় এ দেশটিতে সংখ্যাগরিষ্ঠ মানুষ শিয়া মুসলমান এবং তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফার সরকার তাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। এ ছাড়া, দেশটিতে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক বৈষ্যম রয়েছে। তিউনিশিয়া ও মিশরে বিপ্লব সফল হওয়ার পর পুরো আরব বিশ্বে যে আন্দোলনের ঢেউ লেগেছে তার প্রভাব বাহরাইনেও পড়েছে। #
সূত্র: http://abna.ir/data.asp?lang=11&id=226378
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।