আমাদের কথা খুঁজে নিন

   

বাহরাইনে তিন বাংলাদেশী নিহত, বাড়িতে শোকের মাতম

বাহরাইনের রাজধানী মানামার মাখারকা এলাকায় একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। এ খবরে তাদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনরা বার বার মুর্ছা যাচ্ছে।

নিহতরা হলেন- উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে দুলাল মিয়া (৩০), ভারেল্লা ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল গফুরের ছেলে জালাল উদ্দিন (৩০) ও একই গ্রামের নাজিম মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩২)।

ভারেল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসেন নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

নিহত জালাল উদ্দিনের বাবা আবদুল গফুর বলেন, ‘বৃহস্পতিবার রাত আড়াইটার পর মানামার মাখারকা এলাকায় তিন তলা একটি ভবনে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আমার ছেলেসহ দুলাল ও মোশারফ মারা যায়।’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.