আমাদের কথা খুঁজে নিন

   

বাহরাইনে আগুনে ৩ বাংলাদেশির মৃত্যু

বাহরাইনে অগ্নিকান্ডে ৩ বাংলাদেশি মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন। গতকাল গভীর রাতে দেশটির রাজধানী মানামার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মৃত তিনজনের মধ্যে দু’জনের নাম জানা গেছে।

তারা হলেন- মোশাররফ হোসাইন ও আবু জালাল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত আড়াইটার পর তিন তলা ওই ভবনে আগুন লাগে।

তিনজনই ধোঁয়ায় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভবনটিতে ৫০/৬০ জন বাংলাদেশি থাকত। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আলী আকবর ও  দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.