ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । বিদ্রোহী কবি
আমাদের জাতীয় কবি
নজরুল এর জন্মবার্ষিকীতে
তাকে স্মরণ করার প্রয়াস -
যার এক হাতে রণ-তুর্য থাকলেও অন্য হাতে
তিনি নিয়ে এসেছেন ‘বাঁকা বাঁশের বাঁশরী’
সব বদলে যাচ্ছে
মানবিক এ পৃথিবী তার
রং হারাচ্ছে ।
আকাশ কালো অমাবস্যার কোমলতা
আজ শুধু
কবির লেখার অনুষঙ্গই নয়
ঘোর আধাঁরে
আজ বিচরণ করে
পৃথিবীর হিংস্র লোলুপ
নিশাচরের ভূত ।
প্রতিমুহূর্তে ভয়াল শকুনেরা
খুবলে খাচ্ছে মাতৃরুপী
প্রিয় এ ধরা ।
কখনো সন্তানের অবোধ আবদারে
কখনো অত্যাচারী স্বামীর
নিষ্ঠুর করাঘাতে ।
মানবনা
আমি মানবনা পৃথিবীর
এই ক্ষয়ে যাওয়া ।
ঘিরে চলা সব অনিয়ম
আর চলে আসা সব প্রহসন ।
আমি প্রতিবাদী
ভূধরের সব অবিচার আর
জন্জাল নিরোধী ।
আমি নই ক্ষণে ক্ষণে রং বদলানো
কোন গিরগিটি
অথবা বাঁচার তাগিদে
শিকারীকে ধোকা দিতে
লেজ ছুড়ে ফেলা সেই
টিকটিকি ।
আমি জোকের মত
জেকে বসি
আমি শোকের মাঝেও
ভীষণ হাসি ।
সাবধান
দিচ্ছি শেষ আহ্বান
মাতৃরুপী পৃথিবীর আমি
সইবোনা আর অপমান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।