আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিরা হুশিয়ার।

সোনার হরিনের পেছনে ছুটছি। আমার আগের পোস্টের শিরোনাম ছিলো, ছাত্র রাজনীতি বন্ধ করলেই কেবল দেশের উন্নতি সম্ভব। আমার সেই পোস্টের বিপক্ষে অনেক মন্তব্য পেয়েছি। এই মন্তব্য গুলোর অনেক গুলোই ছিলো ছাত্র রাজনীতির পক্ষে। আমার প্রিয় বড় ভাইরা দেখাইছেন কেন আমাদের দেশে ছাত্র রাজনীতি দরকার।

এদের মধ্যে বেশির ভাগ লেখক লিখেছেন, ছাত্র রাজনীতি না থাকলে দেশে কোন ভাল নেতা তৈরি হবে না। তখন দেশ নেতৃত্ব শূণ্য হয়ে পড়বে। এরকম কথার কোন ভিক্তি আছে বলে আমার মনে হয় না। আমার মতে ছাত্র রাজনীতি বন্ধ হলে অবশ্যই দেশের জন্য ভাল হবে। আর এর জন্য ছাত্রদের কেন ছাত্র অবস্থাতেই রাজনীতি করতে হবে।

ছাত্ররা পড়াশুনা শেষ করার পর রাজনীতিতে যোগদান করবে। আর আমার মতে রাজনীতি মানে হলো জনগনের সেবা করা। আর জনগনের সেবা করার জন্য অবশ্যই অর্থ দরকার। সে জন্য বড়লোক মানুষই কেবল রাজনীতিতে যোগদান করলে ভাল হয়। ছাত্ররা রাজনীতি করলে পড়াশুনা করবে কে।

আমার দেখা মতে বেশির ভাগ ছাত্র নেতাই পড়াশুনায় ভাল না। তারা পড়াশুনায় যখন ভাল করতে পারে না তখন ছাত্র নেতা হওয়ার চেস্টায় ব্যকুল হয়ে ওঠে। আমি এমনও বলতে শুনেছি যে অনেক ছাত্র নেতাদের দ্বারা চাকরী নেওয়ার জন্য ছাত্র নেতা হওয়ার চেস্টা করে। আবার কিছু কিছু ছাত্ররা শুধু টাকা কামানোর জন্য নেতা হয় । তারা আগেই চিন্তা করে নেতা হতে পারলে চাকরী করার থেকে অনেক বেশি টাকা কামাতে পারবে।

তার মানে এসব ছাত্র নেতাদের জনগনের সেবা করার মত কোন মনোভাব থাকে না। আর নেতার ই যদি দরকার হয় তাহলে রাজনৈতিক দলগুলো তাদের দলে যোগ দেওয়া মানুষগুলোর মধ্যে থেকে ভাল মানুষ বাছাই করে নেবে। আর ছাত্ররা সেই নেতাদের খারাপ কাজগুলোর জন্য আন্দোলন করবে। তাহলে দেশের ভাল না হোক মন্দ হয়তোবা হবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.