আমাদের কথা খুঁজে নিন

   

ভারত, মায়নমার হুশিয়ার সাবধান।

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।
আমার দেশের সমুদ্রসীমায় ঢুকে গ্যাস অনুসন্ধান ! মজা টের পাবি এবার। ফারাক্কার পানি নিয়ে ছলচাতুরি আর সহ্য করা হবে না। প্রয়োজনে বোমা মেরে ফারাক্কা উড়িয়ে দেওয়া হবে। মায়নমার যদি আর একবার আমাদের জলসীমায় ঢুকে দস্যুতা করেছিস তো মরেছিস।

রোহিঙ্গাদের যত শিঘ্র সম্ভব নিয়ে যা, তা না হলে তোদের রক্ষা নাই। আর ক দিন মাত্র। আমাদের বিজ্ঞ সরকার সশস্ত্র বাহিনীর জন্য হেলিকপ্টার, ট্যান্ক, আর্মারড পারসোনাল ক্যারিয়ার (এপিসি), বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপনাস্ত্র সহ ব্যাপক সামিরক সরঞ্জাম সংগ্রহ করার পিরকল্পনা করেছ। শধু সংগ্রহ হয়ে গেলেই হয়, তারপর দেখব, অনেক সহ্য করেছি আর না। আর মন্ত্রীরা সাবধান এবারের অস্ত্র কেনার ব্যাপারে তোমরা কোন প্রকার দূনীতি করার চেষ্টা করলে কিন্তু হাসান মাসহুদরে খবর দিব।

Click This Link (প্রথম আলোয় প্রকাশিত সংবাদ)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.